শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসাইন ঃ একজন মাটির মানুষ

লিখেছেন লিখেছেন মুহসিন আব্দুল্লাহ ০১ এপ্রিল, ২০১৩, ১২:৪৪:৪০ দুপুর

সংগঠনের দায়িত্বশীলদের আমি পদবী দিয়ে বিচার করিনা । আমি বিচার করি জ্ঞান, রাজনৈতিক বুঝ, জনশক্তি ও ময়দান পরিচালনার ক্ষেত্রে নতুন নতুন কৌশল প্রয়োগের দক্ষতা, সমস্যার ‘মূল’ বুঝে ত্বরিত পদক্ষেপ গ্রহণের সক্ষমতা দিয়ে । এবং ব্যক্তিগত আচার-ব্যবহার । কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসাইন ভাইকেও আমি আমার সেই দৃষ্টিভংগী থেকেই বিচার করেছি । ফলে তিনি হয়ে উঠেছেন আমার খুব খুব প্রিয় একজন দায়িত্বশীল । তাঁর ব্যাপারে আমি এককথায় বলবো -তিনি একজন ‘মাটির মানুষ’ ।

দেলাওয়ার ভাই সেক্রেটারি জেনারেলের দায়িত্ব নেয়ার পরেই মূলত তাঁর সাথে পরিচয় । তিনি যখন সেক্রেটারি জেনারেলের দায়িত্ব নিলেন তখন একটা মজার ঘটনা ঘটলো । দৈনিক সমকাল লিখলো , শিবিরে নিয়ন্ত্রণ বজায় রাখতে জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীকে শিবিরের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব দেয়া হয়েছে !

তিনি যতবারই চট্টগ্রাম আসতেন , চেষ্টা করতাম সাক্ষাৎ করার । কখনো কখনো তিনি ডেকে নিতেন । প্রথমে বুকে জড়িয়ে নিতেন । এরপর গাল ধরে টেনে আদর করতেন । গায়েগতরে আমার মত 'ছোটখাট' হওয়ায় মনে আলাদা একটা শান্তি পেতাম । তাঁকে আমি দেখেছি সহজ সরলভাবে সঠিক চিন্তা করতে ।

দেলাওয়ার ভাই গ্রেপ্তার হয়েছেন । সরকারের চোখে ধুলা দিয়ে এতদিন যে বাইরে ছিলেন , সেটাই তো এক আশ্চর্য ! আল্লাহ তাঁকে হেফাজত করুন । এই কঠিন সময়ে আন্দোলনকে এই পর্যায়ে আনার জন্যে তাঁর সাহসী নেতৃত্ব বাংলাদেশের ইসলামী আন্দোলনের ইতিহাস ভুলবে না ।

অবিলম্বে তাঁর মুক্তি দাবি করছি ।

বিষয়: রাজনীতি

১৮০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File