মনরে বলি তোমায়
লিখেছেন লিখেছেন মুহসিন আব্দুল্লাহ ২১ মার্চ, ২০১৪, ০৯:৩৪:৩০ রাত
তোমায় নিয়ে থাকি আমি
বড়ই দ্বিধা দ্বন্দে ,
পারিনা যে বাঁধতে তোমায়
কোনরকম ছন্দে !
তেজ কটালের জোয়ার কখন
কখন মরা কটাল
কখন তুমি শান্ত থাকো
কখন যে হও মাতাল !
কখন তোমার পূর্ণিমা হয়
কখন অমাবশ্যা
কখন তোমার গ্রহণ লাগে
কখন আকাশ ফস-সা !
কখন তুমি ক্ষিপ্ত যে হও
কখন পরাণ জুড়ায়
কখন থাকো আমার ভেতর
কখন যে মনপুরায় !
[মনরে...বলি তোমায়/ ২১-০৩-২০১৪]
বিষয়: সাহিত্য
১২১২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কেন এত দ্বন্দরে
নিত্যদিনই তোমার জাহাজ
ভেড়াও আমার বন্দরে।
ব্যস্ত রাখো আমার মতো
দেহটাকে পারো যতো
দাও ছড়িয়ে দিগ্বিদিগেে
এই পৃথিবীর কন্দরে।
মিলে যাবে তখন তোমার
বেধে রাখার ছন্দরে।
মন্তব্য করতে লগইন করুন