সচেতন নাগরিকের দিনপঞ্জি
লিখেছেন লিখেছেন মুহসিন আব্দুল্লাহ ১৭ মার্চ, ২০১৪, ১১:২৮:০৫ রাত
পত্রিকার পাতা খুলে দেখলাম – ভেতরের পাতায় একটি কলাম
‘মেঘনায় ভাসছে গলিত লাশ’ । পাতা উল্টিয়ে যাই অবলীলায়
এ আর এমন কী ? এসব তো এখন রোজকার আটপৌরে খবর
আজকাল তাই ছাপাও হয়না কাগজের প্রথম পাতায় । সেখানে থাকে
কোন এক ভিনদেশি নায়িকার গর্ভস্থ সন্তানের নড়াচড়ার
‘রোমাঞ্চকর’ খবর !
চায়ের কাপ ফুরোয় । আমি প্যান্টের বেল্ট লাগাই । জীবন যুদ্ধে
কোমর শক্ত করে বেঁধে নামতে হবে না ? গলায় ঝুলে থাকে
স্ত্রীর সযত্ন হাতে লাগানো ‘টাই’
আমার একটা হাত কাজ করে অফিসের টেবিলের ওপরে । আরেকটা
ব্যস্ত থাকে অন্য কোথাও, টেবিলের নিচে । অনেকেই ‘খুশি হয়ে’
এগিয়ে দেয় মোটাতাজা খাম । সযত্নে সেইসব ঢুকিয়ে রাখি
ব্রীফকেসে ।
দেশের ‘সেবা করে’ ক্লান্ত আমি । ঘুমানোর আগে তবু
টিভিতে একবার চোখ রাখি । সচেতন নাগরিক তো –
দেশের খবর না রাখলে চলে ?
দেশনেতারা দাঁত কেলিয়ে হাসেন ।
‘আইন-শৃংখলা পরিস্থিতি এখন অনেক ভালো’
যেকোন সময়ের তুলনায় !
নিশ্চিন্ত হই । যাক বাবা , বাঁচা গেলো ! এইবার নিশ্চিন্তে ঘুমানো যায় ।
[সচেতন নাগরিকের দিনপঞ্জি/ ১৭-০৩-২০১৪]
বিষয়: বিবিধ
৮৭৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন