ফ্ল্যাশ মবঃ রুচি বিকৃতির নতুন নাম

লিখেছেন লিখেছেন মুহসিন আব্দুল্লাহ ১০ মার্চ, ২০১৪, ১১:১২:৪৮ রাত

ল্যাশ মব ? কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে সিনেমার শুটিং করতে গিয়ে নর্তন-কুর্দন করেছিল কোন এক সিনেমার টিম । এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বেশ ভালোরকম ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিল ।

এখন তো দেখছি ফ্ল্যাশ মবের নামে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরাও যেখানে সেখানে নাচানাচি করছে । হঠাৎ ব্যস্ত রাস্তায় কিম্ভুত পোষাক পরিহিত এক তরুণী এসে নাচা শুরু করবে, তারপর তার সঙ্গী-সাথীরা এসে যোগ দিবে । চার-ছক্কা হই হই এর তালে নাচানাচি হবে । রাস্তার পথচারী, ব্যস্ত অফিসগামী মানুষজন , কিংবা অফিস শেষে ক্লান্ত দেহে বাসের হ্যান্ডেলে বাদুরঝোলা মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে , কিছুটা ‘বিনোদন’ পাবে ! দিস ইস ফ্ল্যাশ মব । আইসিসি ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে ঢাকা চট্টগ্রামের বিভিন্ন ভার্সিটির ছেলে-মেয়েরা ইতোমধ্যেই বিভিন্ন রাস্তার বিভিন্ন পয়েন্টে নাচানাচি করেছে । সেই ভিডিও আপলোড করেছে ইউটিউবে ।

আমার বিনীত প্রশ্ন, কার্জন হলের সামনে সিনেমার শুটিং এ নর্তন-কুর্দন করা নর্তকীদের সাথে রাস্তায় এই নাচানাচির পার্থক্য কী ? খেলায় যে চিয়ার লিডাররা থাকে , যাদের শরীর প্রদর্শনের কারণে আজকাল সুস্থ মস্তিষ্কের মানুষেরা পরিবারের সবার সাথে বসে খেলা দেখতে পারেন না – তাদের সাথে এই ফ্ল্যাশ মবের নর্তন-কুর্দন কারীদের পার্থক্য কী ? ধর্মীয় প্রসঙ্গ বাদ দিলাম , এর মাধ্যমে আমার দেশের কোন ইতিহাস-ঐতিহ্য, বাঙ্গালির কোন ইতিহাস- ঐতিহ্য আমরা পৃথিবীর কাছে তুলে ধরছি ?

বিষয়: বিবিধ

১২১৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

190192
১১ মার্চ ২০১৪ রাত ১২:২২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ফ্ল্যাশ মব শব্দটা তো শুনেছি ব্যবহার হতো যখন মার্কিন যুক্তরাষ্ট্রে বিনা বিচারে কোন কৃষ্নাঙ্গকে লিঞ্চিং অর্থাত মারধোর করে হত্যা করত সেই উন্মত্ত শ্বেতাঙ্গ জনতার জন্য। এখন এটা কি বুঝাচ্ছে তার মাথা মুন্ডু বুঝলাম না। এটা বোধহয় আমাদের নৈতিকতা আর সংস্কৃতির লিঞ্চিং।
১৩ মার্চ ২০১৪ রাত ১০:৪১
142799
মুহসিন আব্দুল্লাহ লিখেছেন : হুম ।
190228
১১ মার্চ ২০১৪ রাত ০৩:০০
ইকুইকবাল লিখেছেন : কি বলব কিছুই বোঝতে পারছিনা!
১৩ মার্চ ২০১৪ রাত ১০:৪২
142800
মুহসিন আব্দুল্লাহ লিখেছেন : হায় হায় .।.।
190301
১১ মার্চ ২০১৪ সকাল ০৯:১৪
মোছাব্বির হোসেন লিখেছেন : কোন কিছু একবার শুরু হলেই বাঙ্গালী সব ভুলে যায়।মনে ধাকে না তার সংস্কৃতি,সমাজ,বাস্তবতা।
১৩ মার্চ ২০১৪ রাত ১০:৪২
142801
মুহসিন আব্দুল্লাহ লিখেছেন : হুম ।
190417
১১ মার্চ ২০১৪ দুপুর ১২:৪৫
সজল আহমেদ লিখেছেন : চিন্তিত।
১৩ মার্চ ২০১৪ রাত ১০:৪২
142802
মুহসিন আব্দুল্লাহ লিখেছেন : চিন্তা করেন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File