ফ্ল্যাশ মবঃ রুচি বিকৃতির নতুন নাম
লিখেছেন লিখেছেন মুহসিন আব্দুল্লাহ ১০ মার্চ, ২০১৪, ১১:১২:৪৮ রাত
ল্যাশ মব ? কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে সিনেমার শুটিং করতে গিয়ে নর্তন-কুর্দন করেছিল কোন এক সিনেমার টিম । এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বেশ ভালোরকম ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিল ।
এখন তো দেখছি ফ্ল্যাশ মবের নামে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরাও যেখানে সেখানে নাচানাচি করছে । হঠাৎ ব্যস্ত রাস্তায় কিম্ভুত পোষাক পরিহিত এক তরুণী এসে নাচা শুরু করবে, তারপর তার সঙ্গী-সাথীরা এসে যোগ দিবে । চার-ছক্কা হই হই এর তালে নাচানাচি হবে । রাস্তার পথচারী, ব্যস্ত অফিসগামী মানুষজন , কিংবা অফিস শেষে ক্লান্ত দেহে বাসের হ্যান্ডেলে বাদুরঝোলা মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে , কিছুটা ‘বিনোদন’ পাবে ! দিস ইস ফ্ল্যাশ মব । আইসিসি ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে ঢাকা চট্টগ্রামের বিভিন্ন ভার্সিটির ছেলে-মেয়েরা ইতোমধ্যেই বিভিন্ন রাস্তার বিভিন্ন পয়েন্টে নাচানাচি করেছে । সেই ভিডিও আপলোড করেছে ইউটিউবে ।
আমার বিনীত প্রশ্ন, কার্জন হলের সামনে সিনেমার শুটিং এ নর্তন-কুর্দন করা নর্তকীদের সাথে রাস্তায় এই নাচানাচির পার্থক্য কী ? খেলায় যে চিয়ার লিডাররা থাকে , যাদের শরীর প্রদর্শনের কারণে আজকাল সুস্থ মস্তিষ্কের মানুষেরা পরিবারের সবার সাথে বসে খেলা দেখতে পারেন না – তাদের সাথে এই ফ্ল্যাশ মবের নর্তন-কুর্দন কারীদের পার্থক্য কী ? ধর্মীয় প্রসঙ্গ বাদ দিলাম , এর মাধ্যমে আমার দেশের কোন ইতিহাস-ঐতিহ্য, বাঙ্গালির কোন ইতিহাস- ঐতিহ্য আমরা পৃথিবীর কাছে তুলে ধরছি ?
বিষয়: বিবিধ
১২১৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন