নেশা জাগানিয়া শহর
লিখেছেন লিখেছেন মুহসিন আব্দুল্লাহ ১০ মার্চ, ২০১৪, ০৭:০৮:৩৪ সন্ধ্যা
ঢাকা ।
এ এক অদ্ভুত ঘোরলাগা নেশা জাগানিয়া শহর ।
এ শহরের ফুটপাতে একবার যে পা বাড়ায়
সে শুধু হাঁটতেই থাকে হাঁটতেই থাকে
এ শহরের রাজপথে যে কিশোর একবার শ্লোগান তোলে
সে যেন বুঁদ হয়ে থাকে বিপ্লবের নেশায় ।
এ কবি একবার হাতে নেয় কলম
সে শুধু লিখতেই থাকে লিখতেই থাকে ।
যে তরুণ ডাক্তার একবার হাতে নেয় বই
সে শুধু পড়তেই থাকে পড়তেই থাকে ।
আর এই অধম , নাদান বালকের মত
যে একবার চোখ মোদে সুখনিদ্রায়
সে শুধু ঘুমাতেই থাকে ঘুমাতেই থাকে....
( কোনকালে কে এক কুম্ভকর্ণ নাম কুড়িয়েছিল
ভাগ্যিস সে আর বেঁচে নেই । নইলে আজ পরাজয়ের অপমানে
আত্মহত্যাই করতে হত তাকে ! )
[ঢাকা / ১০-০৩-২০১৪]
বিষয়: বিবিধ
৮২৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন