হে কবি বিদ্রোহ করো
লিখেছেন লিখেছেন মুহসিন আব্দুল্লাহ ২৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:২৪:১৫ সন্ধ্যা
হে কবি বিদ্রোহ করো আজ
লিখে যাও বিদ্রোহের গান
আমি কবিতার একনিষ্ঠ পাঠক এক । জানি
বিপ্লবে আসেনা প্রাণ
রক্তে আসেনা ঘ্রান
যতক্ষণ না বিদ্রোহ করে ওঠে কবির কলম ।
অনেক লিখেছ প্রেয়সীর রুপ-স্তুতি
প্রতিটি লোমকূপের দিয়েছ বর্ণনা
ঝর্ণা ও সাগরের প্রতিবিন্দু জল
পাহাড় ও পথের প্রতিটি ধূলিকণা
সুর্য ও চাঁদের প্রতিটি আলোকরশ্মি
ফুল-পাখি-আকাশ, মাটির সবুজ ঘাস ; পায়নি রেহাই কেউ
সবকিছু নিয়ে লিখে গেছ আজীবন । আজ এসো এই ফাল্গুনে
আগ্নেয়গিরির আগুন নিয়ে লিখে ফেলো দু’কলম
বিদ্রোহের স্ফুলিঙ্গ প্রবেশ করুক
আমাদের এঁটেল হৃদয়ে ।
হে কবি নীরব কেন , ফাগুন যে এসেছে ধরায়
শিমুলের ডালে লাল রং শিমুল ফুলে
কৃষ্ণচূড়া ফুলে লাল হয়ে আছে কৃষ্ণচূড়াও
পিচঢালা রাজপথও দেখো হয়ে গেছে অবিশ্বাস্য লাল
তোমার ভাইয়ের রক্তে ভিজে ।
আগ্নেয়গিরির লালচে লাভা নিয়ে তুমি তাই লিখে দাও একটি পংক্তি
যাতে আমাদের কুম্ভকর্ণ বিবেক জেগে ওঠে
কোমা হতে ।
ক্ষ্যাপাটে ষাঁড়ের মত বিক্ষুব্ধ হও
ভগবানের বুকে এঁকে দাও পদচিহ্ন ; নজরুলের মত ।
হেলাল হাফিজের মত বলে দাও- ‘মিছিলের সব হাত, কন্ঠ, পা এক নয়’
ফরহাদ মজহারের পথ ধরে লিখো নতুন এক
‘লেফটেন্যান্ট জেনারেল ট্রাক’ ।
আমি কবিতার একনিষ্ঠ পাঠক এক । জানি
বিপ্লবে আসেনা প্রাণ
রক্তে আসেনা ঘ্রান
যতক্ষণ না বিদ্রোহ করে ওঠে কবির কলম ।
[ হে কবি বিদ্রোহ করো / ২৩-০২-২০১৪ ]
বিষয়: সাহিত্য
১১৩৮ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চারিদিকে কেবলি আপোষের গন্ধ
রাতের অন্ধকারে সভ্যদের উলঙ্গ উল্লাস,
বিবেকহীন রাজার তান্ডবে বড় অসহায়
বাকরুদ্ধ প্রতিবাদীদের থেমে দিয়েছে ত্রাস।
মৃত্যু যন্ত্রণায় কাতরাণো যুবকের বুকে
চাবুক দিয়ে আঘাতের পর আঘাত,
জলন্ত উনুনে কাঠ হয়ে জ্যান্ত মানুষ জ্বলে
তবুও বিবেকে হয়না কোন বজ্রাঘাত।
কবির কলম আজ আত্মহত্যা করেছে
অধিক শোকে কলম হয়ে গেছে পাথর
শব মিছিলে কবিও বড় শোকাহত
বিশ্বাস বোধে চেতনার কলম নিথর।
*********************
আপনার কবিতাটির শব্দগুলো বড় শাণিত।
মনে হয়েছে আগ্নেয়গীরির লাভা ঢেলে দিয়েছেন।
যাদের আপনি আহব্বান করছেন
আপনার কলম তাদের চেয়ে বড় শাণিত। মুক্তির মিছিলের যাত্রী হয়ে আপনার কলমের কালী হোক গলিত লাভা... এ প্রত্যাশা অমুলক নয়।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন