কবিতার যক্ষা !

লিখেছেন লিখেছেন মুহসিন আব্দুল্লাহ ২০ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:২৯:৪৯ রাত

মাঝে মাঝে ইচ্ছে করে কবি হয়ে যাই

অভিধানের শব্দগুলোকে ব্যবহার করে

কবিতায় লিখে যাই সময়

স্রষ্টা ও মানবের যত জীবনেতিহাস ,

ভালোবাসা প্রেম মৃত্যু ও হাহাকার । মানবমনের

যত নিগূঢ় রহস্য !

ইচ্ছে করে মানবদেহের প্রতিটি কোষকে ব্যবচ্ছেদ করি বাংলায়

স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণে ।

ফিজিওলজি বায়োকেমিস্ট্রি কার্ডিওলজি হয়ে যাক কবিতা

গণিতের জটিল সমীকরণ

হয়ে যাক কিষাণ মাঝির দয়ালু কন্ঠে

ভাওয়াইয়া আর ভাটিয়ালি গান !

কিন্তু

আমি পারিনা কবিদের মত দুর্বোধ্য শব্দ লিখে যেতে

সহজ বিষয়কে কঠিন করে না লিখলে

কবিতা তো বিমূর্ত হয় না ! অথচ, যদিওবা লিখে ফেলি -

কঠিন শব্দগুলোকে আমি

উকুনের মত বেছে বেছে মুছে ফেলি কীবোর্ডের ব্যাকস্পেস চেপে ।

আমার কবি হওয়ার ইচ্ছেটা তাই

যক্ষায় ভুগে ভুগে মরে যায় ।





বিষয়: সাহিত্য

৯৬১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

180044
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৩২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
133217
মুহসিন আব্দুল্লাহ লিখেছেন : ধন্যবাদ ।
180068
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:০১
অজানা পথিক লিখেছেন : যেসব কবি পাঠকের মন
করেনা বিচার।
পাঠকতন্ত্র ঘোষনা দেয়
ওরা স্বৈরাচার
২১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
133218
মুহসিন আব্দুল্লাহ লিখেছেন : হা হা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File