জোৎস্নালোকে পুরুষের মন
লিখেছেন লিখেছেন মুহসিন আব্দুল্লাহ ১৬ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:৫৯:১৬ রাত
জোছনায় নারীর মনে হয় নাকি কোন আলোড়ন ; জানা নেই
কোনদিন জানা হবে কিনা
তাও জানা নেই !
তবে
ভরা জ্যোৎস্নায় পুরুষের মনে আসে উত্তাল জোয়ার
পদ্মা মেঘনা ব্রহ্মপুত্র নয় , ইনানী সৈকতের প্রবাল ছাপিয়ে আসা
বঙ্গোপসাগরের ঢেউয়ের মত !
হাবুডুবু খেতে খেতে সে জোয়ারে প্লাবিত পুরুষ
জোত্স্নার অথই জলের ভেতর আতিউতি খোঁজে অবলম্বন
খড়কুটো নয় , নৌকার গলুই কিংবা উদ্ধারকারী জাহাজ হামজাও নয়
খোঁজে একটি হাতের আশ্রয় !
হোক নরম সে হাতের আঙ্গুল , হোক দুর্বল
না থাকুক টেনে তুলবার শক্তি । শুধু যেন
সে হাতে হাত রাখা যায় পরম বিশ্বাসে ! আর
এতটুকু ভালোবাসায় !
প্রতি দ্বাদশীতে একজন পুরুষ ফতুর হয়ে যায়
শহরে নতুন এসে
ছিনতাইকারীর হাতে সর্বস্ব খোয়ানো করিমের মত
হাহাকার করতে ইচ্ছে হয় তার ।
অডিটরি হ্যালুসিনেশনের মত চারিদিকে নেই নেই রব ওঠে
নিজেকে মনে হয় - ইভ সৃষ্টির আগে
বেহেশতের অকল্পনীয় নহরের বালুকাবেলায় বসে থাকা
নিঃসঙ্গ আদম !
১৫-০২-২০১৪
বিষয়: সাহিত্য
৯৫৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রতি দ্বাদশীতে...> বুঝিনি এই লাইনটি!
মন্তব্য করতে লগইন করুন