আরে মালটা তো সুন্দর আছে !
লিখেছেন লিখেছেন মুহসিন আব্দুল্লাহ ২০ জানুয়ারি, ২০১৪, ০৯:৪৬:১২ সকাল
‘আরে মালটা তো সুন্দর আছে !’
নীলফামারীতে বিএনপি কর্মীর বাড়িতে অভিযানে গিয়ে সেই কর্মীর বোনকে নিয়ে যৌথবাহিনীর একজন সদস্যের মন্তব্য এটা । এর চেয়েও অকথ্য ভাষা তারা ব্যবহার করেছিল । করেছিল দুর্ব্যবহারও । সব কথা কি ভাইয়ের মুখে আসে ? যা শুনেছি, সব কথা তো আর বলাও যায় না ।
সেই যৌথবাহিনীতে ছিল পুলিশ এবং স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের কর্মীরা । এই কমেন্টটি করেছিল তাদেরই একজন ।
গিয়েছিলাম নীলফামারী । পুর্বপরিচিত একজন বিএনপি কর্মীর সাথে দেখা হলে তাকে জিজ্ঞেস করলাম- ভাই কেমন আছেন ?
তিনি জবাব দিলেন না । বললেন , আসো চা খাই । বাজারে তো আমরা খুব একটা আসি না এখন, কোথাও বসতেও পারিনা । তুমি অনেকদিন পর আসছ, চল তোমারে চা খাওয়াই ।
চা খেতে খেতে তার কাছে শুনলাম এলাকার অবস্থা । বিএনপি- জামায়াতের কোন নেতা কর্মী এখন নিজ বাড়িতে থাকে না । বাড়ি থেকে সরিয়ে ফেলতে হয়েছে মূল্যবান জিনিসপত্র । কমবয়সী মেয়ে থাকলে তাকে পাঠিয়ে দেয়া হয়েছে অন্য কোথাও । নীলফামারীর শীত ভয়ংকর । এই শীতে কে কোথায় থাকে কোন ঠিক নাই । পুলিশের গুলিতে ২০১৩ সালে মারা গেছে বেশ কয়েকজন । জেল খাটতে হয় নাই এরকম নেতা-কর্মী খুব একটা নাই । সবার নামে ঝুলছে মামলা । বাবা-মা আতংকে থাকে কখন ছেলেটাকে ধরে নিয়ে যায় পুলিশ, কখন গুলি করে দেয় ছাত্রলীগ-যুবলীগের ছেলেরা । ছেলেরা আতংকে থাকে , সকালে বুঝি বাবার মুখ দেখা হবে না । এক বিভীষিকাময় আতংকের জনপদে পরিণত হয়েছে নীলফামারী ।
স্থানীয় আওয়ামী লীগের লোকেরা করছে রাজাকারের কাজ । তারা এই সুযোগে যার যার ইচ্ছাপুরণ করছে । হয়তো কারো সাথে জমি নিয়ে বিরোধ ছিল , পুলিশকে খবর দিয়ে নিয়ে যাচ্ছে- ঐ বেটা জামাত করে । কিংবা ঐ বাড়িতে জামাত-বিএনপির লোকেরা লুকিয়ে আছে । অভিযানের নামে চলছে লুট ।
তিনি বললেন ,তার বাড়িতে তান্ডবের কথা । বললেন আরো অনেক কিছুই , কীভাবে অত্যাচার চলছে ।
চুপচাপ শুনলাম আর দীর্ঘশ্বাস ফেললাম ।
শুনতে শুনতে ভুলেই গেছিলাম-কোথায় আছি আমি, একি আমার বাংলাদেশ নাকি মগের মুল্লুক ??
বিষয়: রাজনীতি
১৩৯৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন