কষ্টের ডিপ ফ্রিজ

লিখেছেন লিখেছেন মুহসিন আব্দুল্লাহ ৩০ নভেম্বর, ২০১৩, ০৬:০৩:০৪ সন্ধ্যা

প্রতিদিন নিজেকে প্রতিজ্ঞা করাই

আমার কারণে যেন কাউকেও করতে না হয়

একবিন্দু কষ্ট ! আমার ভান্ডারে যা আছে জমা, থাক রক্ষিত

সবটুকু সযতনে । অন্তরের ডিপ ফ্রিজে –

হিমাংকের নিচে !

দিনশেষে তবু হিসেব মেলেনা । দেখি

নিজের অজান্তে কাউকে দিয়েছি কিছু কষ্ট

হয়তো ফ্রিজের ডিপ সেকশনে একটা সুক্ষ্ণ ছিদ্র

রয়ে গেছে দৃষ্টির আড়ালে । অথবা চুইয়ে পড়েছে কষ্টের নির্যাস

অথবা হাওয়ায় ছড়িয়ে গেছে উদ্বায়ী কষ্টগুলোর

একটা ছোট টুকরো !

দোহাই তোমাদের

আমার দেয়া কষ্টগুলো ফিরিয়ে দিয়ে যাও

আপাতত রেখে দেবো অন্তরের অন্য কোন প্রকোষ্ঠে

ছাপোষা মানুষ আমি ; মাস শেষে আর কিছু টাকা পেলে -

মেরামত করিয়ে নেব পুরনো ফ্রিজটা ।

আমি কিংবদন্তীর কৃপণ হবো , হবো কষ্টের কুবের । তবু

কাউকে যেন না দিতে হয় এতটুকু ‘কষ্ট’ ; সবটুকু

আমারই থাকুক ।

[কষ্টের ডিপ ফ্রিজ / ৩০-১১-২০১৩]

https://www.facebook.com/muhsin.abdullahmu/posts/10200532045297525

বিষয়: সাহিত্য

১১০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File