ইসলাম, গনতন্ত্র, খেলাফতঃ বিভ্রান্তি নিরসন - ১১
লিখেছেন লিখেছেন মুহসিন আব্দুল্লাহ ২৩ জুলাই, ২০১৩, ০৮:০৫:০৫ সকাল
আলজেরিয়ার ইসলামী চিন্তাবিদ ও দার্শনিক মালেক বেন্নাবীর গুরুত্বপূর্ণ 'La Democratie en Islam' বইটি প্রকাশিত হয় ১৯৮০ তে ।
বইটিতে তিনি ইসলামে গনতন্ত্রের রুপ নিয়ে আলোচনা করেছেন ।
বেন্নাবীর মতে ইসলামেই রয়েছে প্রকৃত গনতন্ত্র । ইসলামে রাজনৈতিক গনতন্ত্র ও সামাজিক গনতন্ত্রের সমন্বয় ঘটেছে । তিনি বলেন,ইসলামের যাকাত ব্যবস্থাই বড় ধরনের সামাজিক বিধান । কুরআনে ব্যক্তির এ অধিকারের নিশ্চয়তা বিধান করা হয়েছে । ইসলামের প্রথম খলিফাগনের যুগে শাসক ও শাসিতের মধ্যে যোগসূত্র রচিত হয়েছিল । এর মাধ্যমেই প্রমাণিত হয় যে , ইসলামে গনতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠিত ছিল । (পৃ-৩৬)
বেন্নাবীর মতে, প্রথম খলিফাদের যুগ ছিল ইসলামের গনতন্ত্রের সোনালী যুগ । এরপর পর্যায়ক্রমে বিপরীত অবস্থা ঘটতে থাকে । ক্ষমতা যখন একচ্ছত্র বিষয়ের ব্যাপার হয়ে যায় তখন মুসলমানদের নৈতিক আদর্শের বিলুপ্তির সাথে সাথে ইসলামী গনতান্ত্রিক আদর্শও বিলুপ্ত হয় ।
তাঁর বিশ্বাস , যেসব দেশে সামাজিক চিন্তা চেতনা কুরআনের ধারণার মাধ্যমে প্রতিষ্ঠিত সেখানে ইসলাম গনতন্ত্রের পুনর্মূল্যায়নের বিষয়টি ভাবতে পারে ।
বেন্নাবী কুরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেছেন , কুরআনে ব্যক্তির গণতান্ত্রিক অধিকারের কথা এবং স্বাধীনতার কথা বলা হয়েছে । মানুষকে কুরআনে স্বাধীনভাবে চলাফেরা এবং কাজ করার স্বাধীনতা দেয়া হয়েছে । ইসলামে মানুষকে বাক স্বাধীনতা দেয়া হয়েছে। রাসুল (সাঃ) নিজেও সাহাবীদেরকে তাঁর নিজের সিদ্ধান্তের সমালোচনার জন্য সুযোগ দিতেন ।
বেন্নাবী বলেন , কুরআনে কাউকে বিনা অনুমতিতে কারো গৃহে প্রবেশে নিষেধ করা হয়েছে । তবে পশ্চিমা আইনের ন্যায় ইসলামি আইনেও সামাজিক অধিকারকে ব্যক্তির অধিকারের চেয়ে বেশি অগ্রাধিকার দেয়া হয়েছে ।
বেন্নাবী আরো মনে করেন , ইসলামি গনতান্ত্রিক ধারণা আর ফরাসি, রাশিয়ান বা চীনা গনতান্ত্রিক ধারণার মধ্যে পার্থক্য হলো ইসলাম এমন একটি তাত্পকর্যপূর্ণ ধারণা যার মধ্যে রাজনৈতিকও সামাজিক মূল্যবোধ বিদ্যমান রয়েছে । গনতন্ত্রের অন্য ধারণার মধ্যে দেখা যায় এই ধারণার সাথে মানুষের মানবিকতা ও সামাজিক অনুভূতি রয়েছে । অপর পক্ষে ইসলামি গনতান্ত্রিক ধারণার মধ্যে আল্লাহর ধারণার উপস্থিতি বিদ্যমান । প্রথম ধারণার মধ্যে রয়েছে ধর্মনিরপেক্ষতাব াদ আর দ্বিতীয় ধারণার মধ্যে রয়েছে আল্লাহর ধারণা আর এটি হলো অন্য ধারণা থেকে পবিত্র ।
বেন্নাবী পশ্চিমা গনতন্ত্রের একজন বড় সমালোচক ছিলেন । তাঁর মতে পশ্চিমা গনতন্ত্রে সামাজিক অধিকার লংঘিত হয় । পশ্চিমা গনতন্ত্রে ব্যক্তি ক্ষমতাশালীদের কাছে দাসে পরিণত হয় ।
তিনি মনে করেন , গনতন্ত্র হলো মানবিক সাংস্কৃতিক উন্নয়নের ফলশ্রুতি বিশেষ । বিধিবিধানের মাধ্যমে কোন সার্বভৌম জনগোষ্ঠি বা জনগোষ্ঠির কাছে ক্ষমতা হস্তান্তরের নামই গনতন্ত্র নয় । গনতন্ত্র হলো মনোভঙ্গি, বিভিন্ন প্রতিক্রিয়াশীল উপাদান যা মানুষের চেতনা ও রীতিনীতিসমূহের মধ্যে গনতন্ত্র প্রতিষ্ঠা করে এবং মূলনীতিসমূহের পরিপূর্ণতা বিশেষ ।
বিষয়: বিবিধ
১৫১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন