ইসলাম, গনতন্ত্র, খেলাফতঃ বিভ্রান্তি নিরসন -৭

লিখেছেন লিখেছেন মুহসিন আব্দুল্লাহ ১৮ জুলাই, ২০১৩, ০১:৪৬:০৮ রাত

ক.

রাসুল (সাঃ) যখন ঈমানের দাওয়াত দিয়েছেন তখন তিনি স্পষ্ট করে বাকিদের কাফের বলেছেন । আবু জেহেল , আবু লাহাব , আবু সুফিয়ানকে কাফের ঘোষণা করেছেন । এখন যে সকল গোষ্ঠি নির্বাচনে অংশগ্রহণকে কুফর শিরক বলে ইসলামী দলগুলো বিশেষ করে জামায়াত থেকে কর্মী ভাগানোর ধান্দায় আছেন তারা কেন এখনো গনতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া এবং অন্যান্যদের কাফের ঘোষণা দিচ্ছেন না ? তাঁরা পারেন কী ? তাঁরা পারেন শুধু ইসলামী দলগুলোর ভেতরে ঘুরঘুর করতে । কুফরির অপবাদ দিয়ে বিভ্রান্তি ছড়াতে । তাঁরা তাদের কর্মকান্ডের নব্বই ভাগ সময় ব্যয় করেন অন্যান্য ইসলামী দলের কুত্সান গাওয়ায় । প্রকৃত সেক্যুলার পুঁজিবাদি ও ইসলামবিরোধী দলগুলোর বিপক্ষে নয় ।

খ.

হিযবুত তাহরিরের একটা প্রাথমিক দাওয়াতি বই হলো 'এই আমার পথ' । তো এই বইয়ের লেখক হলেন 'শেখ ওমর রাসেল' । বইয়ে অনেক কঠোরভাবে গনতন্ত্রকে স্পষ্ট কুফরি , জামায়াতে ইসলামীকে ভ্রান্ত ও কুফরি দল ইত্যাদি বলা হয়েছে । তো বইটা পড়া শেষ করে যখন কাভারটা নাড়াচাড়া করছিলাম তখনই চোখে পড়লো লেখকের পরিচয়টা । তিনি তাঁর নামের নিচে লিখেছেন - এডভোকেট , সুপ্রিম কোর্ট ! এটাই তাঁর পরিচয় ! স্ববিরোধীতা আর কাকে বলে ! তিনি লিখছেন যে গনতান্ত্রিক সরকার কুফরি , আদালত কুফরি , অথচ নিজের পরিচয় দেয়ার সময় বলছেন 'এডভোকেট , সুপ্রিম কোর্ট' ! ভাবলাম , আসল ঘটনা কী হতে পারে ? মনে হলো - ফায়সালাটা আসলে এরকম , জামায়াত যেটা করে সেইটা কুফরি , বাট আমরা করলে ঠিকাছে !

দুধ হারাম , কিন্তু সেই দুধ থেকে মিষ্টি বানালে সেইটা হালাল !

বিষয়: বিবিধ

৯৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File