ইসলাম, গনতন্ত্র, খেলাফতঃ বিভ্রান্তি নিরসন - ৬

লিখেছেন লিখেছেন মুহসিন আব্দুল্লাহ ১৭ জুলাই, ২০১৩, ০৪:১৮:১০ রাত

এখন আমি কিছু গুরুতর প্রশ্ন উত্থাপন করতে চাই ।

যেহেতু গনতন্ত্র ,এমনকি নির্বাচনে অংশগ্রহণকেই কুফরি বলা হচ্ছে তাহলে নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার অবৈধ বা শিরক । এখন গনতান্ত্রিক সরকার যে ট্যাক্স নেয় সেটাও অবৈধ ।

১. তাহলে এই সরকারকে ট্যাক্স দেয়া কুফরি কিনা?

২. এই সরকারের অধীনস্ত বিচারকরা যারা এই দেশের সংবিধানকে সমূচ্চ রাখার শপথ নেন এবং এই সংসদে পাশকৃত আইন অনুসারে বিচারকাজ চালান - তারা কাফের কিনা ?

৩. আইনজীবিরা আদালতকে সহযোগিতা করেন । নির্বাচনে অংশগ্রহণই যদি কুফরি হয় তাহলে আইনজীবিরা কাফের কিনা ?

৪. পুলিশ ছাড়া বিচার বিভাগ অচল । আবার পুলিশ , বিচার বিভাগ , সেনাবাহিনী ছাড়া সরকার অচল । তাহলে পুলিশ এবং সেনাবাহিনীতে চাকরি করা কুফরি কিনা ?

৫. প্রশাসন , স্বাস্থ্যসহ অন্যান্য সকল সরকারি বিভাগও ট্যাক্সের টাকায় চলে । যেকোন সরকারি চাকরির বেতন দেয়া হয় ট্যাক্সের টাকায় , কাফের রাষ্ট্রের অনুদানের টাকায়। সেই বেতন নেয়া হারাম এবং কুফরি কিনা ?

৬. সরকারি বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয় চলে সংসদের অনুমোদনে , সরকারের টাকায় । এসব প্রতিষ্ঠানের সিলেবাস ইসলামী নয় । আছে সহশিক্ষা । তাহলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়া, সার্টিফিকেট নেয়া কুফরি কিনা ?

৭. মাদ্রাসাগুলোও সরকারি অনুদান/ বেতন নেয় । অনেক মসজিদও সরকারি বেতন অনুদানে চলে । ঐসব মাদ্রাসায় পড়ানো বা পড়াশোনা করা এবং ঐসব মসজিদে নামাজ পড়া কি কুফরি হবে ?

৮. এমনকি কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডও সরকারি অনুমোদন নিয়ে চলে । 'বেফাক' হলো কওমী মাদ্রাসার একটি উচ্চপর্যায়ের কমিটি । হজ্ব করতে যাওয়ার জন্য সরকারি অনুমতি ও ব্যবস্থাপনা আছে । গনতান্ত্রিক সরকারের অনুমোদনে বা ব্যবস্থাপনায় হজ্ব করতে যাওয়া কি নাজায়েজ হবে ? হজ্ব করতে যাওয়ার সময় সোনালী ব্যাংকের পক্ষ থেকে একটি ব্যাগ দেয়া হয় টাকা পয়সা রাখার জন্য যেটা বুকে বা কোমরে বেধে নিতে হয় । সুদী ব্যাংকের উপহার নিয়ে হজ্ব করা কি ঠিক হচ্ছে ?

.......

উপরের গুলো যদি কুফরি না হয় তাহলে শুধু নির্বাচনে অংশগ্রহণ করা , যার মাধ্যমে বাতিল শক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়া হয় সেটাকে কুফরি বলার মাজেজা কী ?

আর যদি বলেন ওগুলো বাধ্য হয়ে করছেন , তাহলে অন্যরা যখন বলে আমরা এই অনৈসলামিক সংবিধান মেনে নিতে বাধ্য হচ্ছি কিন্তু পরিবর্তনের চেষ্টা করছি তখন সেটাকে কুফরি বলার এই দ্বিমুখীতা কেন ?

(বাধ্য হওয়ার বিষয়টাও আপেক্ষিক । রেড ইন্ডিয়ান ,এস্কিমোরা এবং অনেক উপজাতি জঙ্গলে থাকে । তাদের কোন গনতন্ত্র নাই , রাজতন্ত্র নাই । এরকম কোন জঙ্গলে গিয়ে নির্বিঘ্নে বসবাস করা যায় ! কিন্তু কথা হলো , ইসলাম কি সেটা করতে বলে ?)

বিষয়: বিবিধ

১৪৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File