শিবির ইজ স্মার্ট

লিখেছেন লিখেছেন মুহসিন আব্দুল্লাহ ২৭ এপ্রিল, ২০১৩, ১০:২৬:০১ রাত

২০০১ সাল । ক্লাস এইটে পড়ি । ডঃ মুহাম্মদ শহীদুল্লাহর একটা কথা পড়লাম এক পত্রিকায় – ‘তুমি পৃথিবীর সকল জ্ঞানে ব্যুৎপত্তি অর্জন করতে পারো, কিন্তু তোমার যদি কুরআনের জ্ঞান না থাকে, তাহলে তুমি মূর্খ- মহামূর্খ’ এরকমই ছিলো কথাটা । তখনো কুরআন ভালোভাবে পড়তে পারিনা । আমপারার কিছু সুরা মুখস্থ ছিল, তাই দিয়ে নামাজ পড়তাম । সেবার রমজানের আগে পাশের গ্রামের একজন বড়ভাই জানালেন যে তাঁরা রমজান মাসে কুরআন শিক্ষার একটা ক্লাসের ব্যবস্থা করছেন । একমাসেই শুদ্ধভাবে কুরআন শিক্ষা । ফি মাত্র একশ টাকা । ভর্তি হয়ে গেলাম । অবাক ব্যাপার , সত্যি সত্যি মাস শেষে জীবনে কোনদিন মাদ্রাসা মক্তবে না পড়া এই আমি শুদ্ধ উচ্চারণে কুরআন তেলাওয়াত শিখে ফেললাম ! কুরআন অর্থসহ পড়ার ব্যাপারেও তাঁরা অনেক উৎসাহ দিলেন । আর অর্থসহ কুরআন পড়তে গিয়েই পেয়ে গেলাম স্মার্টনেসের আসল সংজ্ঞা । বলাবাহুল্য এই কোর্সটির আয়োজক ছিল ছাত্রশিবির । স্মার্টনেসের শুরু সেখানেই ।

যে কুরআন পড়ে না , জানে না সে মহামূর্খ । কোন মহামূর্খকে স্মার্ট বলবে কে ? সে তো আরেক গন্ডমূর্খ ! যারা কুরআন জানে , তারাই স্মার্ট ।

মিথ্যা কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে গুছিয়ে বলা স্মার্টনেস নাকি নিঃসংকোচে সত্য কথা বলাই স্মার্টনেস ? যারা কুরআন পড়ে তাঁরা মিথ্যা কথা বলে না । তারাই প্রকৃত স্মার্ট ।

ছোটবেলায় একটা গান শুনেছিলাম , কোন সিনেমার গান এখন আর মনে নেই – ‘রংচটা জিন্সের প্যান্ট পরা, জ্বলন্ত সিগারেট ঠোঁটে ধরা’ ।

তখন মনে হয়েছিল, এটাকেই বোধহয় স্মার্টনেস বলে!

চিপাচাপা রংচটা পোষাক পরাই স্মার্টনেস নাকি পরিষ্কার শালীন পোষাক পরা স্মার্টনেস ?

যারা কুরআন পড়ে তাঁরা শালীন ও পাক-পবিত্র পোষাক পরিধান করে । তারাই স্মার্ট । এই প্রসঙ্গে ডাঃ জাকির নায়েকের কথাটাও বলা যায় – ‘উলঙ্গ থাকা যদি স্মার্টনেসের পরিচয় হয় , তাহলে পশুপাখিই সবচেয়ে স্মার্ট !’

দাঁড়িয়ে প্রস্রাব করা কি স্মার্টনেস নাকি পর্দা রক্ষা করে বসা ?

দাঁড়িয়ে মুত্রত্যাগ করা যদি স্মার্টনেস হয় তাহলে কুকুর নিশ্চয়ই চরম স্মার্ট !

পড়াশোনায় ছাত্রশিবিরের স্মার্টনেসের ধারেকাছেও কেউ আসতে পারবে না । এমনকি বামপন্থি সংগঠনগুলোও না । শিবিরের সদস্য হবার জন্য একজন ছাত্রকে কমপক্ষে প্রায় দেড়শর মত তত্ত্বীয় বই পড়তে হয় এবং সেগুলোর ওপর বিভিন্ন স্তরে পরীক্ষা দিতে হয় ।

মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ীরা মনে করে যারা শিবির করে তারা বোধহয় মুক্তিযুদ্ধ সম্পর্কে জানে না । আমি তাদের অনেককেই চ্যালেঞ্জ দিতে পারি , শিবিরের সদস্য হিসেবে মুক্তিযুদ্ধ নিয়ে আমি যত পৃষ্ঠা পড়েছি হলফ করে বলা যায় এরা তার অর্ধেকও পড়েনি । অবশ্য জাফর ইকবাল আর অমি পিয়াল যাদের মুক্তিযুদ্ধের চেতনার উৎস, তাদের কাছে এর থেকে বেশি আশাও করিনা আমি ।

কথাবার্তায় শিবিরের স্মার্টনেস কোথায় ?

কুরআনের ভাষায় – ‘তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে , যে মানুষকে আল্লাহর পথে ডাকে সৎকর্ম করে আর ঘোষণা করে আমি মুসলিম !’ – (সুরা হামীম সাজদা )

শিবিরের একজন দায়িত্বশীল দাওয়াতী কাজ করেন শত শত ছাত্র, শিক্ষক, অভিভাবকের মাঝে । সবসময় নিজের সহপাঠী, সহযোদ্ধা এবং সমাজের সকল মানুষের সমালোচনার ভেতর দিয়ে যেতে হয় । ফলে একেকজন নিজের অজান্তেই হয়ে ওঠে তার আশেপাশের আর দশজন ছাত্রের চেয়ে উন্নত বাকভঙ্গি, উন্নত কোমল আর হৃদয়কাড়া ব্যবহারের অধিকারী । এভাবেই ছাত্রশিবির মিশে আছে মানুষের হৃদয়ে ।

ছাত্রশিবির খুলে দেয় মুক্তচিন্তার এক অসীম দিগন্ত । যাচাই বাছাই না করে কোন কিছুকেই গ্রহণ করা উচিৎ না । সেটা কোন নেতা বলুক , মুরুব্বী বলুক না কেন । আর ফাসেক ব্যক্তিদের ব্যাপারে তো কুরআনের আয়াত স্পষ্ট ।

এখানে অন্ধভাবে আনুগত্যের কোন স্থান নেই । আপনার কথা কুরআন হাদীসের সাপোর্টেড ? উই আর রেডি টু অবে ইট । কুরআন হাদীসে এমন কথা নেই ? উই আর রেডি টু প্রটেস্ট ইট । উই ডোন্ট কেয়ার হু আর ইউ ।

বিটিভিতে বিজ্ঞাপন দেখতাম । ‘ছোট খোকা বড় হও বড় হবি না ? এক টানে দুই টানে কিছু হয় না ! এই ভাবে তো শুরু......’। বাস্তবে দেখলাম , আসলেই মাদকের ছোবল ঐভাবেই বিশেষ বড়ভাই কিংবা তথাকথিত বন্ধুদের হাত ধরে শুরু হয় ।

ছাত্রশিবির কুরআন হাদীস শিক্ষা দেয় । তাই মাদকের বিরুদ্ধে আলাদা করে বেশি কিছু বলতে হয় না । শিবির মানেই মাদকমুক্ত একজন । স্মার্ট । বিজ্ঞাপনের ভাষায় -......আমরা স্মার্ট , আমরা ধুমপান করি না......’ ।

আলহামদুলিল্লাহ । ২০০১ থেকে ২০১৩ ।

দীর্ঘ এক যুগ চলছে ছাত্রশিবিরের সাথে পথচলার । এখন পড়ন্ত বেলা ।

এখানেই শিখেছি কুরআন হাদীস । অন্যায়ের বিরুদ্ধে যেকোন পরিস্থিতিতে মাথা উঁচু করে দাঁড়ানোর হিম্মত । শত শত মানুষকে ডাকতে পেরেছি আল্লাহর দ্বীনের সুমহান আদর্শের দিকে । শত শত ছাত্রকে নিয়ে কাজ করতে হয়েছে , হাজার হাজার ছাত্রের সংগঠন পরিচালনা করতে হয়েছে । এখানে শিখেছি আসল স্মার্টনেসের সংজ্ঞা ।

তাই গর্ব করে বলতে পারি , আমরা শিবির । আমরাই স্মার্ট ।

বিষয়: বিবিধ

২৬৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File