যন্ত্র হবার জন্য মানুষের আপ্রাণ প্রচেষ্টা !

লিখেছেন লিখেছেন মুহসিন আব্দুল্লাহ ২৪ এপ্রিল, ২০১৩, ০৮:৩৩:২২ সকাল

এ এক অন্য জীবন

এ এক মোহ কিংবা ঘোর

তোমরা বলো ব্যস্ততা কিংবা সফলতা

আমি বলি – ‘যন্ত্র হবার জন্য মানুষের আপ্রাণ প্রচেষ্টা’ !

এখানে হয়না দেখা ঊষা কিংবা গোধূলী

ঝড়ের রাতে ভেজা জানালায় চমকে দেয়া বিজলিছটা

হাতের মুঠোয় জোনাকির অপরুপ আলোর খেলা

খোঁজ রাখা হয়না চাঁদের । অমাবশ্যা কিংবা পুর্ণিমার ।

আলো আসে নিয়ন কিংবা সোডিয়াম লাইট হতে

তোমাদের এই সভ্য নগরে !

এখানে পাইনা শুনতে গফুর দাদার মাথা দোলানো পুঁথির সুর

তপ্ত দুপুরে উদাস গাড়োয়ানের বুকভাঙ্গা ভাওয়াইয়া গান

ঝিঁঝিঁ পোকার একটানা একঘেয়ে বিরহী বিলাপ

গহন অন্ধকারে হুতোমপেঁচার পিলেচমকানো ডাক

বসন্তে কোকিলের কুহু কিংবা বর্ষায় ব্যাঙ্গের ঘ্যাঙর ঘ্যাঙে

চিরচেনা আদিম আহ্বান ।

যন্ত্রের ভেতর দিয়ে মায়ের কন্ঠটা ভেসে সুদূর থেকে

মাঝে মাঝে । কখনোবা তাও ঠেকে অপাংক্তেয় !

তোমাদের এই সভ্য নগরে !

ঝিমঝিম বিকেলে বাঁশঝাড় হতে ভেসে আসা ঘুঘুর ডাক

পায়রার বাকবাকুম – হয়না শোনা কিছুই ।

তোমাদের কানে শুধু রেডিও টিভির যান্ত্রিক শব্দের মোহ

গাড়ির হর্ণ যেন নিত্যদিনের সঙ্গীত !

তোমরা বলো ব্যস্ততা কিংবা সফলতা

আমি বলি – ‘যন্ত্র হবার জন্য মানুষের আপ্রাণ প্রচেষ্টা’ !

বিষয়: বিবিধ

১০৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File