দেখেন কার মুখে এখন কী গান
লিখেছেন লিখেছেন মুহসিন আব্দুল্লাহ ০৪ এপ্রিল, ২০১৩, ০৬:৫৭:৫৪ সন্ধ্যা
এই সময়ের জনপ্রিয় শিল্পী ও তাদের গানঃ -
ইম্রান এইডস ছারখারঃ
বুকটা ফাইট্টা যায়
ওরে বুকটা ফাইট্টা যায়
মোল্লারা যখন লংমার্চ লইয়া
ছাহাবাগের উপ্রে দিয়া
আল্লাহ আল্লাহ বইলা যায়
ওরে বুকটা ফাইট্টা যায়......
মগাচিপঃ
আমি ফাইস্যা গেছি
আমি ফাইছ্যা গেছি মাইনকা চিপায়
আমারো দিলের চোট
বোঝেনা কোনো হালায়
আমি, ফাইছা গেচি মাইঙ্ক্যা চিপায়......
আরিফ জবুধিকঃ
বেশি কিছু আশা করা ভুল
বুঝলাম আমি এতদিনে
মুক্তি মেলেনা সহজে
জড়ালে বিরিয়ানীর ঋণে......
বমি পিয়ালঃ
যৌবনকালে যৌবনজ্বালায় লিখেছিলাম চটি ব্লগ
চটি লেখার নেশা আমার ছাড়ে না
ডাইনে আমার লাকীবানু, বাঁয়ের দিকে সাহারা
সেই ভাবনায় বয়স আমার বাড়ে না ...
শাহবাগী ছাগলঃ
মানুষ মানুষের জন্যে
ছাগল ছাগলের জন্যে
একটু সহানুভূতি কি ,ছাগল পেতে পারে না
ও বন্ধু
একটু সহানুভূতি কি ,ছাগল পেতে পারে না ......
শাহরিয়ার কবিরঃ
ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে মুরগীরে
ও বন্ধু আমার
না পেয়ে মোরগের দেখা একা একা
দিনযে আমার কাটে নারে...
হাসিনাঃ
নদীর কূল নাই কিনার নাই রে
আমি কোন কূল হতে কোন কূলে যাবো
কাহারে শুধাইরে
জনগনঃ
ফান্দে পড়িয়া , বগা কান্দে রে
ফাঁদ বসাইছে ফাঁদি রে ভাই
পুটি মাছো দিয়া
ওরে মাছের লোভে বোকা বগা
পড়ে উড়াল দিয়া রে ......
ফান্দে পড়িয়া বগা কান্দে রে ......
বিষয়: বিবিধ
১৩৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন