জীবাণু থাকার বিতর্ক সত্ত্বেও আজ শিশুদের খাওয়ানো হল ভিটামিন তারিখ: ১২ মার্চ, ২০১৩
লিখেছেন লিখেছেন মোহাম্মাদ জাহিদুল ইসলাম ১৩ মার্চ, ২০১৩, ১২:০১:৫১ রাত
আজ সারা দেশে শুরু হচ্ছে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন। কিন্তু অভিভাবকেরা ভিটামিন খাওয়ানোর ব্যাপারে আগে থেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। গতকাল সন্ধ্যার পর থেকে এ প্রতিবেদক অসংখ্য ফোন পান অভিভাবকদের কাছ থেকে তারা শিশুদের ভিটামিন খাওয়াবেন কিনা। এটা নিয়ে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে নানা বিতর্ক। বলা হচ্ছে, আজ মঙ্গলবার যে ভিটামিনটি খাওয়ানো হবে তা জীবাণু যুক্ত। কোনো কোনো মাধ্যমে বলা হচ্ছে ভারতীয় কোম্পানির তৈরি এ ভিটামিন খাওয়ানো হলে ভবিষ্যৎ প্রজন্ম সন্তান ধারণে অক্ষম হবে। এটা খাওয়ানো উচিত হবে না।
শিশুদের এ ক্যাপস্যুলটি খাওয়ানোর ব্যাপারে নানান বিতর্ক থাকলেও স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক তা নাকচ করে দিয়েছেন। গতকাল সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ভিটামিনবিষয়ক বিতর্কের নানা প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগে যে কোম্পানিটি ভিটামিন সরবরাহের টেন্ডার পেয়েছিল এ বছর সেই কোম্পানি টেন্ডার পায়নি। তারাই হয়তো ভিটামিন খাওয়ানো নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে। তিনি সবার উদ্দেশ্যে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, ‘ভিটামিনটি একেবারেই নিরাপদ’।
মন্ত্রী বলেন, ভারতীয় একটি কোম্পানির গবেষণাগারে পরীক্ষা করার পর এতে জীবাণু পাওয়া গেছে জানানো হলে, আমরা ভিটামিনটি সিঙ্গাপুরে নিয়ে আবার পরীক্ষা করি। সিঙ্গাপুর থেকে বলা হয়েছে ভিটামিনটি সম্পূর্ণ নিরাপদ।
সংবাদ সম্মেলনে মন্ত্রী জানিয়েছেন, আজ মঙ্গলবার ছয় মাস বয়স থেকে পাঁচ বছর বয়সী সব শিশুকে একটি করে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। সেই সাথে দুই থেকে পাঁচ বছর বয়সী সব শিশুকে কৃমিনাশক বড়ি এলবেনডাজল খাওয়ানো হবে। সারা দেশে প্রায় দুই কোটি ১০ লাখেরও বেশি শিশুকে এ কার্যক্রমের আওতায় ভিটামিন-এ ক্যাপসুল ও প্রায় এক কোটি ৬৭ হাজারের অধিক শিশুকে কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে। একই সাথে সবাইকে একটি স্বাস্থ্য বার্তাও পৌঁছে দেয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভিটামিন খাওয়ানো এমন কোনো শিশুকে খালি পেটে ভিটামিন না খাওয়ানোর জন্য সবাইকে সতর্ক করে দেন। মন্ত্রী বলেন, ‘ভিটামিন এ ক্যাপসুল এবং কৃমিনাশক বড়ি খাওয়ানোর পাশাপাশি জন্মের পর পূর্ণ ছয় মাস বয়স পর্যন্ত শিশুকে শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য সবাইকে বলুন’ এ বার্তাটি পৌঁছে দেয়া হবে।
তিনি বলেন, দেশব্যাপী এক লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রসহ অতিরিক্ত ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে এ ক্যাম্পেইন পরিচালিত হবে। বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট, ব্রিজের টোল বিমানবন্দর রেলস্টেশন খেয়াঘাটসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ কেন্দ্রগুলো অবস্থান করবে।জীবাণু থাকার বিতর্ক সত্ত্বেও আজ শিশুদের খাওয়ানো হবে ভিটামিন
নিজস্ব প্রতিবেদক
তারিখ: ১২ মার্চ, ২০১৩
আজ সারা দেশে শুরু হচ্ছে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন। কিন্তু অভিভাবকেরা ভিটামিন খাওয়ানোর ব্যাপারে আগে থেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। গতকাল সন্ধ্যার পর থেকে এ প্রতিবেদক অসংখ্য ফোন পান অভিভাবকদের কাছ থেকে তারা শিশুদের ভিটামিন খাওয়াবেন কিনা। এটা নিয়ে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে নানা বিতর্ক। বলা হচ্ছে, আজ মঙ্গলবার যে ভিটামিনটি খাওয়ানো হবে তা জীবাণু যুক্ত। কোনো কোনো মাধ্যমে বলা হচ্ছে ভারতীয় কোম্পানির তৈরি এ ভিটামিন খাওয়ানো হলে ভবিষ্যৎ প্রজন্ম সন্তান ধারণে অক্ষম হবে। এটা খাওয়ানো উচিত হবে না।
শিশুদের এ ক্যাপস্যুলটি খাওয়ানোর ব্যাপারে নানান বিতর্ক থাকলেও স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক তা নাকচ করে দিয়েছেন। গতকাল সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ভিটামিনবিষয়ক বিতর্কের নানা প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগে যে কোম্পানিটি ভিটামিন সরবরাহের টেন্ডার পেয়েছিল এ বছর সেই কোম্পানি টেন্ডার পায়নি। তারাই হয়তো ভিটামিন খাওয়ানো নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে। তিনি সবার উদ্দেশ্যে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, ‘ভিটামিনটি একেবারেই নিরাপদ’।
মন্ত্রী বলেন, ভারতীয় একটি কোম্পানির গবেষণাগারে পরীক্ষা করার পর এতে জীবাণু পাওয়া গেছে জানানো হলে, আমরা ভিটামিনটি সিঙ্গাপুরে নিয়ে আবার পরীক্ষা করি। সিঙ্গাপুর থেকে বলা হয়েছে ভিটামিনটি সম্পূর্ণ নিরাপদ।
সংবাদ সম্মেলনে মন্ত্রী জানিয়েছেন, আজ মঙ্গলবার ছয় মাস বয়স থেকে পাঁচ বছর বয়সী সব শিশুকে একটি করে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। সেই সাথে দুই থেকে পাঁচ বছর বয়সী সব শিশুকে কৃমিনাশক বড়ি এলবেনডাজল খাওয়ানো হবে। সারা দেশে প্রায় দুই কোটি ১০ লাখেরও বেশি শিশুকে এ কার্যক্রমের আওতায় ভিটামিন-এ ক্যাপসুল ও প্রায় এক কোটি ৬৭ হাজারের অধিক শিশুকে কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে। একই সাথে সবাইকে একটি স্বাস্থ্য বার্তাও পৌঁছে দেয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভিটামিন খাওয়ানো এমন কোনো শিশুকে খালি পেটে ভিটামিন না খাওয়ানোর জন্য সবাইকে সতর্ক করে দেন। মন্ত্রী বলেন, ‘ভিটামিন এ ক্যাপসুল এবং কৃমিনাশক বড়ি খাওয়ানোর পাশাপাশি জন্মের পর পূর্ণ ছয় মাস বয়স পর্যন্ত শিশুকে শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য সবাইকে বলুন’ এ বার্তাটি পৌঁছে দেয়া হবে।
তিনি বলেন, দেশব্যাপী এক লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রসহ অতিরিক্ত ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে এ ক্যাম্পেইন পরিচালিত হবে। বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট, ব্রিজের টোল বিমানবন্দর রেলস্টেশন খেয়াঘাটসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ কেন্দ্রগুলো অবস্থান করবে।
বিষয়: বিবিধ
১১২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন