খুলনা কয়রায় পুলিশ হত্যা

লিখেছেন লিখেছেন মোহাম্মাদ জাহিদুল ইসলাম ১১ মার্চ, ২০১৩, ০৩:১১:০৬ দুপুর

আমরা সবাই জানি ৯ মার্চ ২০১৩ খুলনায় কয়রা উপজেলায় আসামী ধরতে গিলে গ্রাম বাসি একত্র হয়ে পুলিশের উপর হামলা করে। সেই হমলায় আমাদের এক পুলিশ সদস্য মারা যান। সরকার ও পুলিশ এটাকে জামায়াত শিবিরের কাজ বলে চালিয়ে দিয়েছে। কিন্তু পুলিশ ভাইদের খুজে বের করা উচিৎ কার গুলিতে তার সহকরর্মীর মৃত্যু হল। তা না হলে যে কেউ আপনাকে মেরে এটা শিবিরের কাজ বলে চালিয়ে দেবে। এতে হয়তো শিবিরের আনেক ক্ষতি হবে, কিন্তু পুলিশ মরা বন্দ হবে না। আগে তদন্ত করে প্রমান করুন কে আপনার সহকর্মীকে মারলো তার পর বলুন।

বিষয়: রাজনীতি

১০৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File