পরের জন্য গর্ত খুঁড়লে...

লিখেছেন লিখেছেন রোকন উদ্দিন ০২ এপ্রিল, ২০১৩, ১২:৫৯:৪৮ দুপুর



'আমার ব্লগ' বন্ধ হওয়াতে তোমাদের দুঃখের সীমা নেই। হায় ইতিহাস কত নির্মম! মাত্র কয়েকদিন আগে তোমরা যখন 'গুন্ডামী' করে 'সোনার বাংলা ব্লগ' বন্ধ করার জন্য সরকারের কাছে দাবি তুলেছিলে তখন একবারও কি ভেবে দেখেছিলে এই গুন্ডারা একদিন তোমাদেরও টুঁটি চেপে ধরার জন্য এগিয়ে আসতে পারে। ইংরেজিতে একটা কথা আছে লাভ বিগেটস লাভ, হেট্রেড বিগেটস হেট্রেড। ভালোবাসা ভালোবাসা ডেকে আনে, আর ঘৃণা ডেকে আনে ঘৃণা। নির্মম সত্য হলো, যে ঘৃণার বীজ তোমরা বপন করেছ শাহবাগে আজ সেই ঘৃণার আগুন তোমাদেরকেই ছাড়খাড় করে দেয়ার জন্য ধেয়ে আসছে।

বিষয়: বিবিধ

১১৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File