পুলিশের কবজি

লিখেছেন লিখেছেন রোকন উদ্দিন ৩১ মার্চ, ২০১৩, ০৭:৫৬:০৫ সন্ধ্যা

বিকেলে রিমোট ঘোরাতে গিয়ে নজর পড়লো সময় টিভির উপর। নিউজে যখন বলা হচ্ছিল যে রাজশাহীতে শিবিরের ছোঁড়া ককটেলে এক পুলিশ সদস্যের দুই হাতের কবজি উড়ে গেছে, তখন মনে মনে হেসেছি আর ভেবেছি যে এই অর্বাচিন সাংবাদিকেরা আর কতদিন জাতিকে বোকা বানাবে!

প্রতিপক্ষের ছোঁড়া বোমায় কোন ব্যক্তির শরীরে অন্য কোথাও আঘাত না লেগে শুধু দুই হাতের কবজিতে আঘাত লাগা যে কোন মতেই সম্ভব নয় তা বুঝতে যুদ্ধবিশারদ হওয়া লাগে না। আসুন সংক্ষেপে আজকের এই ঘটনার সম্ভাব্যতা যাচাই করা যাক।

আমরা জানি, সংঘর্ষের সময় অথবা স্বাভাবিক সময় উভয় অবস্থাতেই মানুষের দুই কব্জি কখনও একসাথে অবস্থান করে না, যদি না হ্যান্ডকাফ পড়িয়ে বা দড়ি দিয়ে বেধে দুটি কবজিকে একত্র করা না হয়। আজ রাজশাহীতে পুলিশের সাথে শিবিরের সংঘর্ষ চলার সময় আহত পুলিশ সদস্যটির দু্ই হাত যে হ্যান্ডকাফ বা দড়ি দিয়ে বাধা ছিল না, তা নিশ্চয়ই সাংবাদিকরা আমাদের বিশ্বাস করতে বলবে না। সুতরাং এটি দিনের আলোর মতই পরিস্কার যে শিবিরের ককটেলে পুলিশ সদস্যটির দুই হাতের কবজি উড়ে যাওয়ার গল্প সাংবাদিকদের উর্বর মস্তিস্কপ্রসূত।

এখন প্রশ্ন থেকে গেল যে ওই পুলিশ সদস্যটির দুই কবজি তাহলে উড়লো কেমন করে? কবজির কি পাখা গজিয়েছিল? না কবজির পাখা গজায়নি। এই প্রশ্নের উত্তর রয়েছে দেশ টিভির খবরে (লিংক প্রথম কমেন্টে)। সেখানে বলা হয়েছে পুলিশ শিবিরের মিছিলে বাধা দিলে শিবির কর্মীরা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ শিবির কর্মীদের লক্ষ করে টিয়ারশেল, রাবার বুলেট ও গেনেড চার্জ করে। ঘটনাটা আসলে ঘটেছে এই জায়গায়, অর্থাৎ পুলিশের এই শিক্ষানবিস উপপরিদর্শক শিবিরের উপর গ্রেনেড চার্জ করতে গিয়ে নিজের দুই হাতেই সেটির বিস্ফোরণ ঘটিয়ে ফেলেছেন। সম্ভবত ঘটনাটি ঘটেছে গ্রেনেডের পিন খোলার সময়। কারণ গ্রেনেড ছোঁড়ার সময় মানুষ সাধারণত ডান হাত ব্যবহার করে। এই সময় বিস্ফোরন ঘটলে এক হাত আহত হতো। যেহেতু দুই কবজি আঘাতপ্রাপ্ত হয়েছে, তাই ধরে নেয়া যায় বিস্ফোরণটি ঘটেছে গ্রেনেডের পিন খোলার সময়। গ্রেনেডের পিন খোলার সময়ই একমাত্র দুই কবজি কাছাকাছি থাকা সম্ভব, এবং বিস্ফোরণ হলে শরীরের অন্য অংশে আঘাত না লেগেও শুধু দুই কবজিতে আঘাত লাগা সম্ভব।

এই উর্বর মস্তিস্কের সাংবাদিকদের জন্য করুণা ছাড়া আর কী প্রকাশ করার আছে!

বিষয়: রাজনীতি

৯৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File