বেগম জিয়া ভেবে দেখুন

লিখেছেন লিখেছেন রোকন উদ্দিন ১৮ মার্চ, ২০১৩, ১২:০৬:২৪ দুপুর

একটি ধারালো ছোড়াকে দীর্ঘদিন ফেলে রাখলে তাতে মরিচা পড়ে ভোতা হয়ে যায় এবং এক সময় সেই ছোড়া দিয়ে কলাগাছও কাটা যায় না। বেগম জিয়া যদি মনে করে থাকেন মির্জা আব্বাস, খোকা, আমান, আলাল, অ্যানী, হেলাল, সোহেলরা আজ হয়তো বসে আছে, কিন্তু সময়মতো ঠিকই গর্জে উঠবে, তাহলে বলবো বেগম জিয়া বোকার স্বর্গে বসবাস করছেন। এই ধারালো ছোড়াগুলোতে ইতিমধ্যে মরিচা পড়ে গেছে, আর একটু সময় ফেলে রাখলে এই মরিচাই অবশিষ্ট থাকবে, ছোড়ার দেখা পাওয়া যাবে না। লড়াই-সংগ্রাম এমন একটা জিনিস যে এখানে ভীরুতা-কাপুরুষতা-অলসতার জায়গা নেই। এই রোগ একবার যার ভেতরে বাসা বাঁধে, তার পক্ষে আবার নতুন করে বীব বিক্রমে যুদ্ধ করা সম্ভব হয় না। বেগম জিয়া যদি তার সেনাপতিদেরকে এই মুহূর্তে মাঠে নামাতে ব্যর্থ হন, তাহলে তার ললাটে যে পরাজয় ছাড়া আর কিছু লেখা নেই এটা বুঝতে খুব বেশি রাজনীতি বোদ্ধা হওয়ার দরকার পড়ে না। বাংলাদেশের রাজনীতির নির্মম সত্য একটি বিষয় হলো, এদেশে রাজপথে শক্তি প্রদর্শন করেই দাবি আদায় করতে হয়। ধারালো ছোড়াগুলোকে অযত্নে ফেলে রেখে, অহিংস আন্দোলনের মাধ্যমে এই দৈত্য আওয়ামী লীগকে সরাতে পারবেন বলে যদি বেগম জিয়া ভেবে থাকেন তাহলে তার জন্য করুণা প্রদর্শন করা ছাড়া আমাদের আর কিছু করার থাকবে না। বেগম জিয়ার এখন উচিৎ হবে তার সেনাপতিদের ডেকে বলা যে, যদি আগামি নির্বচনে নমিনেশন পেতে চাও, তাহলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, নইলে 'ধানের শীষ' মার্কার আশা ত্যাগ করে রাস্তা মাপো।

বিষয়: রাজনীতি

১১৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File