ফেসবুক ইউজারদের প্রতি...

লিখেছেন লিখেছেন রোকন উদ্দিন ১৬ মার্চ, ২০১৩, ১০:৩৩:১৫ সকাল

আজকাল ফেসবুকে ইসলাম বিষয়ক অনেক ছবি পোস্ট করে বলা হচ্ছে এটি অমুক সময়ের কিংবা অমুক জিনিসের ছবি, সবাই লাইক ও শেয়ার করুন। যেমন একটু আগে দেখলাম একজন একটা বিশাল বৃক্ষের ছবি দিয়ে বলছে, এই গাছটি নবী করীম (সা) কে তার ১২ বছর বয়সে ছায়া দিয়ে আশ্রয় দিয়েছিল এবং এই গাছটি এখনও জীবিত আছে। লোকজন সবাই আবেগাপ্লুত হয়ে ছবিটিতে লাইক ও শেয়ার দিচ্ছেন। সেদিন দেখলাম একজন একটি ছবি দেখিয়ে বলছেন যে এটি মুসা আ. এর কবর এবং এটি বর্তমানে ইসরাঈলে সংরক্ষিত আছে। আমি ব্যক্তিগতভাবে এই ধরনের তথ্য বা ছবিকে বিশ্বাসও করি না, অবিশ্বাসও করি না। আমার কাছে কোন বিষয়ের সত্যতার শক্ত প্রমাণ না থাকা পর্যন্ত সেটি বিশ্বাস বা অবিশ্বাস করা থেকে বিরত থাকাকেই আমি বিচক্ষণতা জ্ঞান করি। আসলে ইন্টারনেট এমন একটা জায়গা যে, এখানে সরল মনে কোন কিছুকে বিশ্বাস করলে ঠকার সম্ভাবনা রয়েছে প্রচুর। তাই এই সব ছবি বা তথ্যে আমি নিজেও লাইক-শেয়ার দেই না, অন্যদেরও লাইক-শেয়ার না দিতে অনুরোধ করি। সত্যপন্থীদের সঠিক তথ্য-প্রমাণ ছাড়া কোন কিছু প্রচার করা সাজে না, বিশেষ করে কুরআনে যেখানে বলাই হয়েছে, ফাসেকরা কোন সংবাদ তোমার কাছে নিয়ে আসলে তোমরা তা যাচাই করে নিও। আর নাবী মুহাম্মাদ সা. তো স্পষ্ট করে বলেই দিয়েছেন যে, কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য একটুকুই যথেষ্ট যে, সে যা শোনে তাই প্রচার করে। তাই সত্যপন্থী ফেসবুক ইউজারদের প্রতি অনুরোধ, কোন কিছুতে লাইক-শেয়ার দেয়ার আগে বিবেক-বুদ্ধি দিয়ে এবং অন্য আরও বিশ্বস্ত উৎস থেকে ঘটনাটার সত্যাসত্য যাচাই করুন, আর হাতে এতটা সময় না থাকলে লাইক-শেয়ার দেয়া থেকে বিরত থাকুন। যাচাই ছাড়াই লাইক-শেয়ার দিলে যা হতে পারে তা হলো, ঘটনাটা যদি মিথ্যা হয়, তাহলে সেই মিথ্যা প্রচারের দায় আপনার ঘাড়েও এসে পড়বে। এসব ক্ষেত্রে বিশ্বাস এবং প্রচার করে গুনাহ কামাই করার চাইতে নীরবতা অবলম্বন করাই শ্রেয়।

বিষয়: বিবিধ

১৫১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File