কাশিমপুরে একদিন

লিখেছেন লিখেছেন রোকন উদ্দিন ১২ মার্চ, ২০১৩, ০১:৩৮:৪১ দুপুর

সেদিন কাশিমপুর কারাগারে গিয়েছিলাম কয়েকজন বন্দীকে দেখতে। ছুটির দিন হওয়াতে ভীড় একটু বেশিই ছিল, ফলে বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করতে হলো। লম্বা সময় কাটাতে গিয়ে অনেক কিছু দেখারও সুযোগ পেলাম। দেখলাম বন্দীদের অধিকাংশই জামায়াত-শিবিরের লোক, আর কিছু আছে বিডিআর হত্যাকান্ডের ঘটনায় সাজাপ্রাপ্ত জোয়ানরা। তবে যে বিষয়টি ভালো লেগেছে তা হলো বন্দীদের সবাই তাদের প্রিয়জনদের জানাচ্ছে যে তারা খুব ভালো আছে ভেতরে। শুধু তাই নয়, বন্দীরা উল্টো সংগ্রামের মাঠে অবস্থানকারী মুক্ত কর্মীদের জন্য আন্তরিকভাবেই উদ্বেগ প্রকাশ করছে। আমি চোখে অশ্রু নিয়ে গরাদের অন্য প্রান্ত থেকে এই মজলুমদের দিকে নির্বাক চোখে তাকিয়ে থেকেছি, কত কথা যে বলতে চেয়েছি, কিন্ত কিছুই তো বলা হলো না। বিদ্যুৎ গতিতে নির্ধারিত বিশ মিনিট সময় শেষ হয়ে গেল। চোখ মুছতে মুছতে যখন কাশিমপুর কারাগার থেকে বাংলাদেশ নামক আর এক বৃহৎ কারাগারের দিকে অগ্রসর হচ্ছি তখন পড়ন্ত বিকেল। পশ্চিমে হেলে পড়া সূর্যটা অল্প কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে অন্ধকারে। অন্যায়ের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহের দৃঢ় প্রত্যয় নিয়ে কাশিমপুরের সবুজ ক্যাম্পাসে হাঁটছি আর প্রার্থনা করছি, হে প্রভূ, বাংলাদেশের নতুন ফেরাউনদের সূর্যাস্ত ঘটাতে তুমি আর বেশি দেরি করো না। আমরা জানি, সূর্যাস্ত নিশ্চিত; হয় আজ, নয় কাল। তোমার কাছে শুধু এতটুকুই প্রার্থনা, এই সূর্যাস্তের দৃশ্য না দেখা পর্যন্ত তুমি আমাদের মৃত্যু দিও না।

বিষয়: বিবিধ

১১৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File