কলিগ কথন-১
লিখেছেন লিখেছেন রোকন উদ্দিন ২৭ মে, ২০১৩, ০৩:৪১:৫৯ দুপুর
আমার কলিগ রসিক মানুষ। তিনি নিজে রাজনীতি না করলেও দেশের রাজনীতি নিয়ে তার আগ্রহের শেষ নেই। কলিগের সাথে প্রায়ই দেশের হালচাল নিয়ে নরম-গরম নানা রকম কথাবার্তা হয়। আজ অফিসে এসে দেখি কলিগ বেশ খোশমেজাজে আছেন। দুপুরের দিকে লক্ষ করলাম তার মেজাজ আরও ফুরফুরে। লাঞ্চের পর আমাকে কাছে পেয়ে খুশি খুশি কণ্ঠে বললেন, ‘আপনাদের দোস্ত বিএনপি তো শ্যাষ!’
আমি অবাক হবার ভান করলাম, ‘কেন কী হইছে?’
কলিগের খুশির মাত্রা যেন আরও বাড়লো, ‘তারেক রহমানরে দেশে আনা হইতেছে, এম কে আনোয়ার জেলে। নজরুল ফখরুল সহ কয়েকজন সিঙ্গাপুরে। মওদুদ-খোকা-মোশাররফ সরকারের মধু খেয়ে ঘুমাইছে। এখন দুদু মিয়া শুধু ফাল পারতাছে। দুদুরে ধরলে বিএনপির মুখ রক্ষার জন্য কোন পাত্র আর থাকবে না। এরপর বেগম জিয়ারে এরেস্ট করলে বিএনপি হয়তো বড়জোর বগুড়ায় আধাবেলা হরতালের ডাক দিয়া ঘরে গিয়া ঘুমাবে। বিএনপির শ্যাষ হওয়ার বাকি কিছু আছে?’
আমি কাষ্টহাসি হেসে বললাম, ‘ইন্টারপোলের খাইয়া কাম নাই, তারেকরে ধইরা আনতে যায়! তারেক ঠিক টাইমে ঠিকই দেশে ফিরবে! আর বেগম জিয়ারে এরেস্ট করলে দেশের কী অবস্থা হবে সেটা আওয়ামী লীগ ভালোমতই জানে।’
কলিগের কন্ঠ একটু চড়া হলো এবার ‘খালেদারে আটকাইলে গভমেন্টের কী ... ছিড়বে বিএনপি? এর আগেও তারে বাড়ি থেকে ঘাড় ধরে বাইর কইরা দিছে হাসিনা! কই কাইন্দা বুক ভাসানো ছাড়া কিছু করতে পারছে?’
আমি মিইয়ে গেলেও গলার স্বর স্বাভাবিক রাখার চেষ্টা করি, ‘না! একটা দেশের বিরোধী নেত্রীকে এরেস্ট কইরা দেশে-বিদেশে দুর্নামের ভাগ নেয়ার ঝুকি সরকার নেবে না বোধহয়’
কলিগ তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, ‘এই হলো আপনাদের এক দোষ! আপনারা কোন ঘটনার একটা দিক দেখেন। অন্য দিকের কথা ভুলে গিয়ে ভুল সিদ্ধান্তে উপনীত হন। শেখ হাসিনাকে যেমনে হোক আগামি টার্মে আবার ক্ষমতায় আসতে হবে। কারণ তা না হইলে তাদের কারোর পীঠের উপর চামড়া নামক কোন পদার্থের অস্তিত্ব থাকবে না। বেগম জিয়া জেলের বাইরে থেকে নিরপেক্ষ সরকারের অধীনে ধানের শীষ মার্কা নিয়ে ভোট করলে আওয়ামী লীগের যে ভরাডুবি হবে এইটা তো জানা কথা। এখন হাসিনার সামনে একটা পথই খোলা। বেগম জিয়ারে এরেস্ট কইরা আওয়ামী লীগের অনুগত কয়েকজন বিএনপি নেতার হাতে ধানের শীষ মার্কা ধরিয়ে দিয়ে তাদের দিয়ে ইলেকশন করানো। এরপর পাতানো ইলেকশনে আওয়ামী লীগ সরকারে। এরশাদ বিরোধী দলের প্রধান। জামাত তিন নম্বর দল। বিএনপির অবস্থান চার নম্বরে। খালেদারে এরেস্ট করলে দেশে-বিদেশে দুর্নামের কথা কইতাছেন? ফূহ! ইন্ডিয়া আমেরিকারে কইছে, বাংলাদেশে কী হবে না হবে আমরা দেখতাছি। এইখানে তোমরা মাথা দিও না। আমেরিকা ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব রক্ষা করতে গিয়া বাংলাদেশকে খরচের খাতায় ফালায় রাখছে। এইটা তো অনেক পুরান খবর, আপনি এখনও জানেন না দেখতেছি, কেমনে রাজনীতি করবেন আপনারা?’
আমি কী বলবো ভেবে না পেয়ে অফিসের কাজে মনোনিবেশ করি।
বিষয়: বিবিধ
১২৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন