সিটি নির্বাচন
লিখেছেন লিখেছেন রোকন উদ্দিন ২৬ মে, ২০১৩, ১০:০৯:০৬ রাত
অনুমান করছি একেবারে শেষ পর্যায়ে এসে হাইকোর্টে একটা রিট করিয়ে বা অন্য কোনভাবে সিটি নির্বাচনগুলো বন্ধ করে দেবে সরকার।
বিশ্বাস হচ্ছে না? হিসাবটা দেখুন। আওয়ামী লীগের এটা বুঝতে বাকি থাকার কথা নয় যে, কোনো সিটিতেই তাদের প্রার্থী জেতার মতো অবস্থায় নেই। বিশেষ করে আঠার দলের একক প্রার্থীর উপস্থিতি তাদের পরাজয়কে প্রায় নিশ্চিত করে ফেলেছে। এখন জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে গুরুত্বপূর্ণ সিটিগুলোতে আওয়ামী লীগের প্রার্থীদের ভরাডুবি ঘটলে জাতীয় নির্বাচনে যে এর বিশাল প্রভাব পড়বে এটা না বোঝার মতো বোকা তারা নয়। আর মারধোর করে বিজয় ছিনিয়ে আনলে ডিসেম্বরে শেখ হাসিনার অধীনে নির্বাচন করার বাড়া ভাতে যে ছাই পড়বে তাও সহজেই অনুমেয়। তাছাড়া সিটি নির্বাচনের তফসিল ছিল একটি ট্রাম কার্ড যার উদ্দেশ্য ছিল '৪৮ ঘন্টা', 'হেফাজত', ও 'রানা প্লাজা'র ডিলকে মোকাবেলা করা। তো ডিল শেষ হয়ে যাবার পর ট্রাম কার্ড তার প্রয়োজনীয়তা হারিয়ে ফেলেছে।
এখন শেখ হাসিনার সামনে সম্ভবত একটা পথই খোলা। হাইকোর্ট বা অন্য কোন ছুতোয় নির্বাচনগুলোকে স্থগিত করে দেয়া।
বিষয়: রাজনীতি
৯৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন