কিছু করতে না পারার দুঃখে...

লিখেছেন লিখেছেন রোকন উদ্দিন ২৫ মে, ২০১৩, ০২:০৮:৩৯ দুপুর

একটি মানুষ একাকি বেড়ে ওঠে না, তার সাথে বেড়ে ওঠে একটি স্বপ্ন, একটি গল্প। মানুষ জন্মের পর থেকেই তিল তিল করে গড়ে তোলে তার নিজস্ব একটি জগৎ। অনেক যত্নে গড়ে তোলা এই জগৎকে বিনা নোটিশে হঠাৎ তছনছ করে দিয়ে যায় যে ঝড় তার নাম মৃত্যু।

রানা প্লাজায় সংঘটিত হত্যাকান্ডের এক মাস পূর্ণ হলো গতকাল। অল্প কয়েকদিনেই আমরা এই হতভাগা মানুষগুলোর কথা ভুলতে বসেছি। এই শ্রমজীবী মানুষগুলোর ঘরের চূলায় আগুন জ্বলছে কিনা সেই খবর রাখার প্রয়োজনীয়তাও আমরা আর অনুভব করছি না।

রাষ্ট্রের উচিৎ ছিল নিহত ও পঙ্গু শ্রমিকদের পরিবারের সকল দায় দায়িত্ব গ্রহণ করা। কিন্তু যে রাষ্ট্র স্বয়ং তার নাগরিকের রক্ত পান করে নৃত্য করে, সে রাষ্ট্রের কাছে সে রকম কিছু প্রত্যাশা করা নেহায়েত বোকামী ছাড়া আর কিছু নয়।

গতকাল একুশে টিভিতে রানা প্লাজায় নিহত ও পঙ্গুদের নিয়ে একটি রিপোর্ট দেখতে গিয়ে চোখের পানি ধরে রাখা গেল না। এই দরিদ্র-অসহায় মানুষগুলোর জন্য কিছু করতে না পারার দুঃখে মনটা হাহাকার করে উঠছে।

বিষয়: বিবিধ

৮০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File