বিজয় আসে লড়াইয়ের মাঠে
লিখেছেন লিখেছেন রোকন উদ্দিন ১৭ মে, ২০১৩, ০৯:৩৯:৫৩ রাত
বান্দার চেষ্টা যেখানে শেষ হয়, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়। আমাদের নবী (সা) স্ত্রী খাদিজা (রা) ও চাচা আবু তালিবের মৃত্যুর পর একপ্রকার অসহায় হয়ে গিয়েছিলেন। এমনকি তাকে ৩ টি বছর দলবলসহ কারাগারে কাটাতে হয়েছে, যেখানে তাঁরা খাদ্যাভাবে অবর্ণনীয় কষ্ট সহ্য করেছেন। বন্দী জীবনের অবসান হওয়ার পর শত্রুরা তাকে প্রাণে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। এভাবে রাসুল (সা) যখন তার চেষ্টার সবটা প্রয়োগ করে ফেলেছেন, যখন তার সামনের সকল দুয়ার বন্ধ হয়ে গেছে, তখনই আল্লাহর পক্ষ থেকে একটি উপায় বের হয়ে আসে। তিনি হিজরত করে মদীনায় চলে যান এবং সেখানকার প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত হন।
বান্দারা চেষ্টার সবটা প্রয়োগের পরই যে আল্লাহর সাহায্য আসে তা প্রমাণ হলো এই আয়াত:
তোমরা কি মনে করেছো, এমনিতেই তোমরা জান্নাতে প্রবেশ করে যাবে? অথচ তোমাদের আগে যারা ঈমান এনেছিল তাদের উপর যা কিছু নেমে এসেছিল, এখনও তোমাদের উপর সেসব নেমে আসেনি। তাদের উপর নেমে এসেছিল কষ্ট-ক্লেশ ও বিপদ-মুসিবত, তাদেরকে প্রকম্পিত করা হয়েছিল। এমনকি সমকালীন রাসূল এবং তাঁর সাথে যারা ঈমান এনেছিল তারা চীৎকার করে বলে উঠেছিল: আল্লাহর সাহায্য কবে আসবে? (তখন তাদেরকে এই বলে সান্ত্বনা দেয়া হয়েছিল) আল্লাহর সাহায্য একান্তই নিকটবর্তী। (সূরা আল বাকারা: ২১৪)
সন্দেহ নেই, আজ বাংলাদেশের ইসলামপন্থীদের উপর চরম পরীক্ষা আপতিত হয়েছে। কিন্তু খেয়াল করা দরকার এর চাইতেও আরও অনেক বড় পরীক্ষা দিয়েছেন আমাদের পূর্ববর্তীগণ। এমনকি এই মুহূর্তেও পৃথিবীর অন্যান্য প্রান্তের মুসলিমগণ আমাদের চাইতেও বড় পরীক্ষা দিয়ে চলেছেন।
আসলে আল্লাহর সাহায্যপ্রাপ্ত হওয়ার জন্য যেসব কনডিশন ফুলফিল হওয়া প্রয়োজন তা এখনও অপূর্ন রয়ে গেছে বলেই আল্লাহর চূড়ান্ত সাহায্য বিলম্বিত হচ্ছে। কিন্ত আল্লাহর ওয়াদাকৃত সাহায্য যে আসবে এটা নিশ্চিত। হয়তো দুই দিন পর, নয়তো চার দিন পর। তবে শেষ পর্যন্ত বিজয় ইসলামপন্থীদেরই হবে। কারণ আল্লাহ নিজেই বলেছেন 'এবং তিনি আরও একটি অনুগ্রহ দিবেন, যা তোমরা পছন্দ কর। আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং আসন্ন বিজয়। মুমিনদেরকে এর সুসংবাদ দান করুন।' (সূরা সফ: ১৩)
তাই আসন্ন বিজয় মিছিলে যারা অংশ নিতে চান, তারা সংগ্রামের মাঠে শক্তভাবে দাঁড়িয়ে থাকুন। শুধ এটুকু মনে রাখলেই চলবে যে চার দেয়ালের ভেতরে বিজয় আসে না, বরং বিজয় আসে লড়াইয়ের মাঠে, যেমনটি এসেছিল বদরে, খন্দকে, তাবুকে।
বিষয়: বিবিধ
১০৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন