অনিবার্য নাটক

লিখেছেন লিখেছেন রোকন উদ্দিন ১৪ মে, ২০১৩, ১২:৪০:৫২ দুপুর

কথায় আছে হিস্ট্রি রিপিটস ইটসেলফ। একজন মনিষী বলেছিলেন, তুমি যতদূর ইতিহাস জানবে, ততদূর ভবিষ্যৎ দেখতে পাবে। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যকার আসন্ন সংলাপ, সংলাপের পিছনের কথা ও পরিণাম সম্পর্কে জানতে চাইলে নিচের ইতিহাসের উপর চোখ বুলানোর জন্য সবাইকে অনুরোধ করছি।

২০০৬ সালের কথা মনে করুন। কে এম হাসানকে তত্বাবধায়ক সরকারের প্রধান এবং এম এ আজিজকে নির্বাচন কমিশনের প্রধান রাখলে নির্বাচনে যাবে না বলে গোঁ ধরে বসলো আওয়ামী লীগ। বিএনপি বার বার বললো, তোমাদের দাবি অগ্রহণযোগ্য। আওয়ামী লীগ জবাবে একের পর এক হরতাল-অবরোধ দিতে থাকলো। জলিল সাহেব ট্রাম কার্ড ছুঁড়ে ৩০ এপ্রিলের মধ্যেই বিএনপিকে ক্ষমতা থেকে সরানো হবে বলে ঘোষণা দিল। বিএনপিও ট্রামকার্ডকে প্রতিহত করার জন্য শক্ত হয়ে বসলো। এক সময় ট্রাম কার্ড অশ্বডিম্ব প্রসব করলে ক্ষমতা ছাড়ার একেবারে শেষ প্রান্তে আওয়ামী লীগকে আলোচনার টেবিলে বসার আহবান জানালো বিএনপি।

আওয়ামী লীগ বুঝলো এই আলোচনা নিষ্ফল হবে, শেখ হাসিনা স্বয়ং উপলব্ধি করলো বিএনপি টাইম কিলিং এর জন্য আওয়ামী লীগকে খেলাতে চাইছে। সব বুঝেও খেলতে নামল আওয়ামী লীগ। আলোচনার টেবিলে বসল আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল। মান্নান ভুইয়ার সাথে কয়েক দফা চা খেয়ে সমঝোতা ছাড়াই সংলাপ নাটকের অবসান করলো দু্ই দলের দুই অভিনেতা।

আসলে এই সংলাপ নাটকটি দু্ই দলের জন্যই অপরিহার্য ছিল। কারণ বিএনপি চাইছিল তাদের মেয়াদের শেষ প্রান্তের নাজুক অবস্থায় আওয়ামী লীগ যেন আন্দোলন থেকে দূরে থাকে। সেক্ষেত্রে সংলাপই ছিল তাদের হাতে একমাত্র অস্ত্র। অন্যদিকে আওয়ামী লীগ বুঝতে পারছিল আন্দোলন করে সরকারকে তারা ফেলতে পারবে না। বিএনপির মেয়াদের অবশিষ্ট সময়টুকু শক্তি কম ক্ষয় করে অতিক্রম করাটা তাদের জন্যও প্রয়োজন হয়ে দেখা দিয়েছিল। আর তাছাড়া আওয়ামী লীগ যে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতার পালা বদল চায় তা দেশে-বিদেশে বুঝানোর জন্যও সংলাপে অংশ নেয়াটা তাদের জন্য দরকার ছিল। তাই যদিও বিএনপি ও আওয়ামী লীগ উভয়ই জানতো যে এই সংলাপ নিষ্ফল হবে, তবু দল দুটি তাদের স্ব স্ব প্রয়োজনে সংলাপ নাটকে অভিনয় করার জন্য মঞ্চে উঠেছিল।

আমি জ্যোতিষী নই। তবে ইতহাস থেকে যতটুকু বুঝতে পারছি তা হলো, সংলাপ নামক একটি চমৎকার নাটক খুব শীঘ্রই রাজনীতির মঞ্চে মঞ্চস্থ হতে চলেছে। কারণ উভয় অভিনেতার জন্যই এই নাটকটি প্রদর্শন করা জরুরি হয়ে পড়েছে।

বিষয়: রাজনীতি

১২১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File