আমি নির্বাক

লিখেছেন লিখেছেন রোকন উদ্দিন ৩০ এপ্রিল, ২০১৩, ০৯:২১:৪১ রাত

ঘটনা-১: আমার পরিচিত এক বড় ভাই তার নতুন ড্রাইভার সম্পর্কে মূল্যায়ণ করতে গিয়ে ভাবীকে বলছিলেন, ছেলেটার দুটো গুণ আছে, একটি ভালো, একটি মন্দ। ভালো গুণটি হলো ছেলেটি খুব অনুগত, বিনীত এবং সৎ। মন্দ গুণটি হলো ছেলেটি লেখাপড়া মোটেও জানে না, এমনকি নিজের নামটিও লিখতে পারে না। ভাবী জবাবে বললেন, শোনো ছেলেটার দ্বিতীয় গুণটি হলো কজ এবং প্রথম গুণটি হলো এফেক্ট। অর্থাৎ সে লেখাপড়া জানে না বলেই এতখানি অনুগত, বিনীত এবং সৎ। সে যদি আমাদের প্রচলিত স্কুল-কলেজ থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা পেত তাহলে কোনমতেই সে এতটা সৎ ও অনুগত্যপরায়ণ হতো না। যেটা হওয়া উচিৎ ছিল সেটা হলো, যে যত জ্ঞান অর্জন করবে সে তত বিনয়ী ও সৎ হবে। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের দেশে যে যত লেখাপড়া শেখে সে তত অহঙ্কারী ও অসৎ হয়। আমাদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সুন্দর মূল্যায়ণের জন্য ভাবীকে স্যালুট।

ঘটনা-২: বিশ্ববিদ্যালয় জীবনের কথা। আমাদের হলের সামনের দোকানদার বাশার ভাই। চা-বিস্কুট, খাতা-কলম ইত্যাদির সমাহার নিয়ে তার ছোট্ট ব্যবসা। ১০/১২ বছরের পুত্র সন্তান তার দোকানের একমাত্র এসিসট্যান্ট। একদিন তাকে জিজ্ঞেশ করলাম, বাশার ভাই, আপনার ছেলেটাকে স্কুলে দেন না কেন? বাশার ভাই জবাবে বললেন, ছেলেকে স্কুলে দিতে পারি, কিন্তু স্কুলে দিয়ে লাভ কী? স্কুল-কলেজে গেলে যা হবে তা হলো কিছু দিনের মধ্যে ছেলেটা গাঁজা-ফেনসিডিল ধরবে, পিতা-মাতার অবাধ্য হবে, এবং শেষে পাড়ায় মাস্তান হিসেবে খ্যাতি কুড়াবে। তার চাইতে বরং এই ভালো যে সে আমার ব্যবসায় সাহায্য করছে এবং ব্যবসাটা শিখছে। এভাবে এক সময় বড় হয়ে সে নিজেই একটা ব্যবসা খুলতে পারবে। বাশার ভাইয়ের বুদ্ধিদীপ্ত জবাবে আমি নির্বাক।

বিষয়: বিবিধ

১৫৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File