কামরুলের সাদা খাতা
লিখেছেন লিখেছেন রোকন উদ্দিন ১৩ এপ্রিল, ২০১৩, ১১:১০:৪৬ সকাল
পরশু দেখলাম কামরুল সাহেব সময় টিভিতে ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছেন যে মুসলিম হিসেবে আমাদের সবারই মনের ভেতর আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস আছে। তাই এটা সংবিধানে লেখার দরকার নেই। তার প্রতি আমার পাল্টা প্রশ্ন, আপনার মনের ভেতর তো নিজের ইজ্জত-সম্মান যথেষ্ট পরিমাণে আছে, তবু আপনি ইজ্জত রক্ষার জন্য কাপড় পড়ে ঘোরেন ক্যান, ল্যাংটা হয়ে ঘুরলেই পারেন।
কামরুলের বক্তব্য সেই ছাত্রের মতো, যে পরীক্ষার হলে সাদা খাতা জমা দিয়ে পরীক্ষককে বলে যে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর আমার মনের ভেতরে আছে, তাই আমি এগুলো খাতায় লেখার প্রয়োজন মনে করিনি। এক্ষেত্রে হয় সেই ছাত্রটি জেনে শুনে পরীক্ষায় ফেল করার জন্য সাদা খাতা জমা দিয়েছে, নয়তো সে লেখাপড়া না করে পরীক্ষার হলে ঢুকেছে এবং 'সব প্রশ্নের উত্তর জানি' এরকম মিথ্যা কথা বলে পরীক্ষককে বিভ্রান্ত করার চেষ্টা করেছে।
কামরুলদের মতো যারা সংবিধান থেকে 'আল্লাহর পূর্ণ প্রতি আস্থা ও বিশ্বাস' তুলে দেয়, তারা হয় আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস রাখে না, কিন্তু মনের ভেতর 'আস্থা ও বিশ্বাস' আছে এই মিথ্যা কথা মাইক লাগিয়ে প্রচার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে, নয়তো তারা জেনে বুঝে আল্লাহর সাথে ঠাট্টা-বিদ্রুপ করে। উভয় ক্ষেত্রেই এই দলের লোকেরা পথভ্রষ্ট এবং আল্লাদ্রোহী।
বিষয়: রাজনীতি
১০৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন