আবারও খবর সিরিজ

লিখেছেন লিখেছেন অপ্টিমিস্ট রোকন ২২ জুন, ২০১৩, ০৩:৩৭:১১ দুপুর

খবর-১: ভোট চুরির চিন্তা নেই আওয়ামী লীগের: প্রধানমন্ত্রী।

প্রতিক্রিয়া: আপনে ১০টা কথা কইলে দেখা যায় এর ৯ টাই মিছা। আমরা ম্যাংগো পিপল কেমনে বুঝতাম যে আপনে এবার হাছা কইতাছেন না মিছা কইতাছেন?

খবর-২: যেহেতু আমি সংরক্ষিত মহিলা আসন থেকে স্পিকার হয়েছি, আর মহিলা আসনের সদস্যদের যাচাই-বাছাই করেই নির্বাচিত করা হয়, তাই আমাকে অনির্বাচিত বলার সুযোগ নেই: স্পীকার।

প্রতিক্রিয়া: ওরে নির্বাচনের নতুন সংজ্ঞা পাওয়া গেছে রে। ভোটাভুটির দর্কার নাই। 'যাচাই-বাছাই' প্রক্রিয়ায়ই আগামি নির্বাচন হইতে যাইতেছে।

বিষয়: রাজনীতি

১৬৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File