এটাই শেষ বিচার নয়
লিখেছেন লিখেছেন অপ্টিমিস্ট রোকন ২১ জুন, ২০১৩, ০৯:০২:৪৩ সকাল
খবর-১: জামায়াত নেতা সেলিম উদ্দিন মতিঝিলের এক সমাবেশে বলেছেন, "ট্রাইবুনালের এই রায়ই শেষ রায় নয়, রায়ের পরে রায় আছে, এর বহু প্রতিক্রিয়া আছে।" এই কথা বলার অপরাধে সেলিম উদ্দিন গ্রেফতার, দশ দিনের রিমান্ড এবং শেষে তিন হাজার টাকা জরিমানা।
খবর-২: কাদের মোল্লার আপিলের শুনানিতে গতকাল বিচারপতি আব্দুল ওয়াহহাব মিয়া এটর্নি জেনারেল মাহবুবে আলমকে বলেন, "মিস্টার অ্যাটর্নি জেনারেল, মনে রাখবেন আমাদের ভবিষ্যতের কথা মাথায় রাখতে হবে। আমরা আজ এখানে যে ব্যাখ্যা দেবো তা-ই আইন। ভবিষ্যতে এর অনেক প্রভাব থাকবে। তাই, যা বলার সাবধানে বলবেন।"
খবর-৩: জামায়াত নেতা সেলিম উদ্দিন মতিঝিলে যা বলেছেন, আপিল বিভাগ সর্বোচ্চ আদালাতে দাঁড়িয়ে একই কথা বলেছেন। এই ঘটনায় অপ্টিমিস্টিক রোকন দাবি জানিয়েছেন আদালত অবমাননার দায়ে আপিল বিভাগের বিচারপতিদেরকে ট্রাইবুনালে হাজির করা হোক। অথবা সেলিমকে দেয়া অন্যায় দন্ড প্রত্যাহার করা হোক।
বিষয়: রাজনীতি
১৩১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন