কলিগ কথন-১১
লিখেছেন লিখেছেন অপ্টিমিস্ট রোকন ১৮ জুন, ২০১৩, ০৬:৩৪:৫৪ সন্ধ্যা
কলিগকে কাছে পাইনা দুই দিন। কী এক কাজে ২ দিনের ছুটি নিয়েছেন অফিস থেকে। আজ বিকেলে ফোন দিয়ে কোন ভনিতা ছাড়াই প্রশ্ন করলাম, "আওয়ামী লীগের এক্সিট রুটটা কী হইতে পারে কন দেখি?"
কলিগ রাগলেন না। "আমিও হেইডাই ভাবতেছি দুই দিন থেকে। তয় নেত্রীর জন্য রাস্তা একটাই খোলা আছে এখন।"
"কোন রাস্তা?" আমার কন্ঠে আগ্রহ।
তিনি বললেন "আমাদের মুক্তিযুদ্ধের সময় অনেক হিন্দু দেশ ছাড়ছে কেমনে জানেন? দেশ ছাড়ার আগের দিনও তারা ক্ষেতে গেছে কাম করতে, সন্ধ্যায় হাটে গিয়া ধুমছে আড্ডা দিছে, রাতে বাসায় আইসা জোরে রেডিও বাজাইছে। এদিকে তলে তলে কোন এক ধনীর কাছে বিশ হাজার টাকার বাড়ি-ভিটা পাঁচ হাজার টাকায় বেইচা দিয়া কইছে কাইল সকালে আমি চইলা যামু, আমি গেলে বাড়ি ভিটা বুইঝা নিও, তার আগে কাউরে কইও না। নেত্রী তাঁর শেষ দিন পর্যন্ত মিডিয়ায় বড় গলায় কথা কইবো, আর তার চেলা চামুন্ডারা ধিতাং ধিতাং নাচবো, কিন্তু ওয়ান ফাইন মর্নিং দেখবেন সব পগার পাড়।"
আমি বিস্মিত। "ভাই আপনের মনে হয় মনটা খুব খারাপ। আজ থাক, অন্যদিন না হয় কথা বলা যাবে।"
কলিগ কাষ্ট হাসি হেসে বললেন, "মন খারাপ এটা ঠিক, তয় নেত্রীর দশা যে ওরকমই হইতাছে এটা বিশ্বাস না করলে ঠকবেন।" কলিগ ফোন রেখে দিলেন। আমিও আমার ডেস্কে রাখা ফাইলের পাহাড়ে মনোনিবেশ করলাম।
বিষয়: রাজনীতি
১৪৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন