দেখার চোখ
লিখেছেন লিখেছেন অপ্টিমিস্ট রোকন ১৪ জুন, ২০১৩, ০৮:৩৯:৫৬ রাত
কওমী মাদ্রাসার শিক্ষক-ছাত্ররা জামায়াতের বিরোধিতা করতেন এই যুক্তিতে যে জামায়াতের আকিদা খারাপ। আল্লাহর অশেষ কৃপায় তাদের সেই ভুল ভেঙ্গেছে। তারা বুঝতে পেরেছেন মুসলিমদের সম্পর্কে বাজারে চালু হয়ে যাওয়া সব কথা বিশ্বাস করতে নেই। তাই জামায়াতের দুঃখের দিনে তারাই সবার আগে এগিয়ে এসেছেন।
চরমোনাই এর পীর জামায়াতে ইসলামীর বিরোধিতা করতেন এই যুক্তিতে যে জামায়াত নারী নেতৃত্বের দলের সাথে আছে। আল্লাহর অশেষ কৃপায় চরমেনোইয়ের পীর আর কখনো এই অজুহাতে জামায়াতের বিরোধিতা করতে পারবেন না, কারণ তিনি নিজেই নারী নেতৃত্বের দলকে সাপোর্ট দিয়েছেন।
হিজবুত তাহরীরের লোকেরা জামায়াতের বিরোধিতা করতো এই যুক্তিতে যে জামায়াত আল্লাহর সার্বভৌমত্ব নয়, জনগণের সার্বভৌমত্বে বিশ্বাস করে। কিন্তু বাস্তবে দেখা গেল জামায়াতের প্রতিপক্ষরাই আজ কোর্টে গিয়ে বলে এসেছে যে জামায়াত জনগণের সার্বভৌমত্বে নয় বরং আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাসী। ফলে হিজবুতের যুক্তির ভিত্তিও ধ্বসে পড়েছে।
আল্লাহ তায়ালা এভাবেই সত্য উন্মোচন করেন, মিথ্যাকে আস্তাকুড়ে নিক্ষেপ করেন। যাদের দেখার চোখ আছে তারা ঠিকই এই কুদরতি ঘটনাগুলো স্পষ্ট দেখতে পাচ্ছে। সকল প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের।
বিষয়: রাজনীতি
১১৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন