চলচ্চিত্র

লিখেছেন লিখেছেন অপ্টিমিস্ট রোকন ১০ জুন, ২০১৩, ০৯:৫৫:৩১ সকাল

দুনিয়াটা একটা পূর্ণদৈর্ঘ চলচ্চিত্র। আমরা সবাই পরিচালকের ইচ্ছায় যার যার চরিত্র উপস্থাপন করে চলেছি। পরিচালকের নিদের্শের বাইরে দুই একটা সিনে হয়তো নিজের ডায়ালগ দেয়া যায়, এজন্য পরিচালকের কখনো বকা, কখনো কানমলাও খেতে হয়, কিন্তু বেশি স্বেচ্ছাচারিতা করলে পরিচালক যে কোন সময় যে কোন চরিত্রকে বিদেশে পাঠিয়ে তাকে সিন থেকে আউট করে দিতে পারেন। তাই বুদ্ধিমান অ্যাক্টরগণ পরিচালকের ইচ্ছামাফিক চলার চেষ্টা করেন। অদূরদর্শী অ্যক্টরগণ বেশি স্মার্টনেস দেখাতে গিয়ে উল্টা-পাল্টা কাজ করে শেষমেষ চলচ্চিত্র থেকে নিজের রোলটাই খুইয়ে বসেন। এই চলচ্চিত্রে নায়ক যেমন থাকে, ভিলেনও তেমনি থাকে। নায়করা প্রথম দিকে দুঃখ-কষ্ট ভোগ করলেও শেষে এসে সুখের দেখা পায়, ভিলেনরা জাকজমক জীবন-যাপন করলেও শেষমেষ নাকানি-চুবানি খায়। সব চলচ্চিত্রের যেমন দ্য এন্ড থাকে, দুনিয়া নামক এই চলচ্চিত্রেরও তেমনি একটা এন্ড আছে। এন্ডের পরেই বোঝা যায় অ্যক্টরদের মধ্যে কারা পুরস্কার পাওয়ার মত রোল করেছেন, কারা এভারেজ রোল করেছেন এবং কারা রোল করতে গিয়ে ফেল মেরেছেন। অ্যাক্টরদের পারফরমেন্সের উপর ভিত্তি করেই পরিচালক কাউকে পুরস্কার দেন, কাউকে মাফ করে দেন আবার কাউকে নিলডাউন অবস্থায় দাঁড় করিয়ে রাখেন।

বিষয়: বিবিধ

৯০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File