কলিগ কথন-৬
লিখেছেন লিখেছেন অপ্টিমিস্ট রোকন ০৯ জুন, ২০১৩, ১১:২৭:১৭ সকাল
কলিগ সকালে অফিসে এসেই কোন ভনিতা না করে বললেন, "সভা-সমাবেশ বন্ধ হওয়াতে আওয়ামী লীগ যতটা না লাভবান হইছে বিএনপি তার চাইতে বেশি লাভবান হইছে।"
"কেমনে?" আমি কপট আগ্রহ দেখাই।
"রোজার ঈদ পর্যন্ত বিএনপি টাইম কিলিং এর লোক দেখানো আন্দোলন করতে চাইছিল। এখন আওয়ামী লীগ সভা সমাবেশ বন্ধ কইরা বিএনপির সুবিধা করে দিল, লোক দেখানো আন্দোলনও করা লাগলো না, উল্টো সভা-সমাবেশ বন্ধ থাকার অজুহাতে সরকারকে গালি দেয়ারও অজুহাত পাওয়া গেল।" কলিগের অভিনব বিশ্লষণ।
আমি আরও কথা বের করতে চাইলাম। "কিন্তু নেত্রী কী বুইঝা সভা সমাবেশ বন্ধ করলো?"
"নেত্রী সভা-সমাবেশ বন্ধ করসে এই জন্য যে সভা-সমাবেশগুলোতে জামায়াত-শিবিরের লোক বেশি উপস্থিত হইত, এতে কইরা জামায়াত-শিবিরের কনফিডেন্স বাইরা যাইতো, হেরা তো নিজেরা প্রকাশ্যে সভা করতে পারে না, আঠার দলের মিটিংএ আইসা এরা ফালাফালি করতো, এই জিনিসটা নেত্রী পছন্দ করে নাই।"
"হুম, সভা সমাবেশ বন্ধ হওয়াতে সত্যি কি বিএনপি লাভবান হইসে?" আমি কলিগকে আর একটু বাজানোর চেষ্টা করি।
কলিগ কন্ঠ নামিয়ে বলেন, "চোখে দেখেন না, বিএনপির লোকগুলা লাইন ধইরা জেল থেইকা বাইরাইতাছে, আর জামায়াতের লোকগুলা লাইন ধইরা জেলে ঢুকতাছে। এইটা দেইখাও বোঝেন না, সভা-সমাবেশ বন্ধ হওয়াতে কার লাভ হইল?"
বস ডেকেছেন, কলিগ দ্রুত বসের রুমের দিকে হাঁটা দিলেন। আমিও নিজের কাজে মন দিলাম।
বিষয়: রাজনীতি
১১৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন