চেংটু মিয়ার সৌভাগ্য
লিখেছেন লিখেছেন অপ্টিমিস্ট রোকন ০৩ জুন, ২০১৩, ১২:২০:৪৬ দুপুর
আমার বাসার সামনে সরকারের এক চিলতে জায়গায় চেংটু মিয়া দুটো ছাপড়া ঘর তুলে বসবাস করতো। সেদিন সরকার তার ঘর দুটো ভেঙ্গে দিয়ে গেলে আমি ব্যথিত হয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম গতকাল। সেখানে একজনের কমেন্ট ছিল এরকম: "... আর চেংটু যে এতগুলো বছর ঐ খানে ছিল এটা তার সৌভাগ্য।"
সেই ব্যক্তির কমেন্টের জবাবে আমার দেয়া বক্তব্যটি ব্লগেও তুলে রাখলাম:
"চরম দুঃখের ব্যাপার হলো এই যে, একটি ভুল সিস্টেম সমাজে চালু হয়ে যাবার পর ভুল সিস্টেমটাকে স্ট্যান্ডার্ড ধরে নিয়ে এর অনিবার্য পরিণাম হিসেবে যে অব্যবস্থাপনার সূত্রপাত হয়, আমরা দল বেধে তখন সেই অব্যবস্থাপনাকে দায়ি করতে শুরু করে দেই, একবারও মনে করি না যে এই অব্যস্থাপনাটি সেই ভুল সিস্টেমেরই স্বাভাবিক প্রোডাক্ট ছাড়া আর কিছু নয়। যেকোন দেশের সরকারের দায়িত্বই হলো তার নাগরিকদের অন্ন বস্ত্র-বাসস্থান-শিক্ষা-চিকিৎসা-নিরাপত্তা নিশ্চিত করা। দুর্ভাগ্যজনকভাবে আমাদের সরকার তার নাগরিকদের সেই অধিকার স্বীকার তো করেই না, উল্টো নাগরিকদের উপর গণহত্যা চালায়, রিমান্ডে নিয়ে বর্বর নির্যাতন করে কিংবা নানা কায়দায় নাগরিকদের সম্পদ লুণ্ঠন করে। আপনি চেংটুদের প্রাপ্য অধিকারও তাকে দেবেন না, আবার যখন চেংটুরা নিরুপায় হয়ে সরকারের কয়েক ইঞ্চি জমিতে বসবাস করা শুরু করবে তখন বুলডোজার চালিয়ে তাদের ঘর ভেঙ্গে দেবেন এমন সরকারের মুখে, কিছু মনে করবেন না, কষে একটা চড়ই মারতে ইচ্ছে করে। আর যারা বলে সরকারের জমিতে কিছু দিন বসবাস করতে পারাটা চেংটুদের সৌভাগ্য, তাদের জন্য করুণা হয়, কারণ বৃটিশ উপনিবেশের দীর্ঘ দাস-জীবনের প্রভাব তাদের মন-মানসকে আজও দাস ছাড়া অন্য কিছু ভাবতে শেখায়নি।"
বিষয়: বিবিধ
১১৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন