অতীত স্মৃতিচারণঃ "রাজাকারের ফাসি এবং আমের জুস"
লিখেছেন লিখেছেন কানামাছি ২৮ মার্চ, ২০১৩, ১১:৩৮:৩৫ সকাল
ঘড়িতে তখন ৭বেজে ৩৫ মিনিট ।শাহবাগ থেকে শহীদ মিনারের দিকে যাচ্ছিলাম,টি, এস,সি দিয়ে যাবার সময় এক জনের একটি মিছিল থেকে আসা শ্লোগান শুনে থমকে গেলাম।দেখি খুব ছোট্ট একটি বাচ্চা বয়স ৫ কি ৬ হবে ,স্বতঃস্ফূর্ত ভাবে মনের আনন্দে স্লোগান দিয়ে যাচ্ছে “ফাঁসি ফাঁসি ফাঁসি চাই ,রাজাকারের ফাঁসি চাই”।ওর স্লোগান থামাতে ইচ্ছে করছিলনা কিন্তু তার পরেও বিবেকের তাড়নায় ওকে থামিয়ে জিজ্ঞাসা করলাম,বাবু তুমি জান রাজাকার কি?বলল না,তবে ওরা কইছে নিজামি,সাইদি।ওরা নাকি মুক্তিযোদ্ধার শত্রু।আমি বললাম তোমার নাম কি? বলল,হৃদয়, থাকি ইসলাম বাগ,দেশের বাড়ি নোয়াখালী।বাড়িতে মা আছে ছোট একটা বুন আছে ।আব্বায় মাকে ছাইরা চলে গেছে। বলার সময় দেখি চোখ দিয়ে পানি ঝরছে।বললাম এত সকালে কথায় গেছিলা? বলল,মিছিলে।হৃদয়ের হাতে ছোট একটা বাজারের ব্যাগ দেখে জিজ্ঞাসা করলাম,তোমার ব্যাগে কি?কইল আমের জুস,আমার বুনের লেইগা নিয়া যাইতাছি।আমি বললাম তুমি এটা কই পাইলা?হৃদয় বলল,মিছিল করছি তো,মিছিলের পর সবাইকে দিছে।এই হইল শাহবাগের জনগনের আন্দোলন?
সত্যিকার অর্থে এই ছিল শাহবাগিদের আন্দোলন।
বিষয়: বিবিধ
১২২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন