ভাবলাম, জান্নাত পাব কি ?

লিখেছেন লিখেছেন কানামাছি ১৪ মার্চ, ২০১৩, ০৪:২৩:৩১ বিকাল



[img] যোগ্যতা সম্পন্ন মানুষ ইসলামের ছায়াতলে আসলে ইসলামের সৌন্দর্য মানুষের কাছে সহজে পৌছবে এটাই ভাবা স্বাভাবিক। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ ( সা: )আবু জেহেল, আবু লাহাব ,ওমর এর জন্য আল্লাহর কাছে দুয়া চাইতেন, তারা যেন ইসলামের ছায়াতলে আসে ।আল্লাহর রাসুল একদিন আবু জেহেল ,আবু লাহাবকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, এমন সময় অন্ধ সাহাবী উম্মে মাকতুম (রা)আল্লাহর রাসুলকে বললেন,"আমি তোমার কথা শুনতে চাই"?কিন্তু উম্মে মাক্তুমের দিকে না ফিরে আল্লাহর রাসুল: আবু জেহেল,আবু লাহাবের সাথে কথা বলছিলেন।সুরা আবাসা নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন রাসুলের এই বিষয়টি গ্রহণযোগ্য মনে করলেননা..বরং চিরদিনের জন্য একটি নিয়ম চালু করলেন আর তা হলো।যার আন্তরিকতা বেশি তার দিকে আগে মনোনিবেশ করা দরকার।উম্মে মাকতুম অন্ধ সাহাবী হলেও তার হৃদয়ে আল্লাহর প্রতি,আল্লাহর রাসুলের প্রতি ছিল প্রগাড় ভালবাসা, আর তাইত, আল্লাহ রাব্বুল আলামিন রাসুলকে সুরা আবাসার মাধ্যমে জানিয়ে দিলেন ইসলামের প্রতি যার আকর্ষণ সেই বরং বেশি যোগ্যতা সম্পন্ন।অর্থাৎ আল্লাহর ভয় যোগ্যতার মাপকাঠি ।আমার সৌভাগ্য হয়েছিল আমার বিশ্ববিদ্যালয়ের এমন একজন অন্ধ মানুষের সাথে পরিচয় হবার ,যে কিনা ইসলামের সৌন্দর্য নিজের মাঝে প্রতিষ্ঠা করতে চায় ,ছড়িয়ে দিতে এই সমাজের সবখানে ।জানিনা, কোন মুখলেছ আল্লাহর বান্দা এই অন্ধ ভাইটিকে ইসলামের ছায়াতলে এনেছেন এবং তার চিন্তা-ধারাকে এমন সুন্দর এক উদ্দেশ্যর জন্য তৈরী করেছেন। এক বিকালে যখন তার মুখ থেকে একটা ইসলামী সঙ্গীত শুনলাম,তার আবেগ মাখানো কন্ঠ, আর গানের কথায় চোখের পানি আর ধরে রাখতে পারিনি ...অন্ধ ভাইটির গানের কথাগুলো এমন .."মালিক তুমি জান্নাতে তোমার পাশে একটা ঘর বানিয়ে দিও" .....জেনে-না জেনে কত পাপ কাজ করছি আমি , তারপরও আল্লাহর কাছে জান্নাত চাই ,কিন্তু কই আমি তো কখনো এত আবেগ ভরা কন্ঠে,চোখের অশ্রু ফেলে, জায়নামাজে সিজদায় পরে কখনো আল্লাহকে বলিনি ..."মালিক তুমি জান্নাতে তোমার পাশে একটা ঘর বানিয়ে দিও"...তখন মনে হলো অন্ধ সাহাবী উম্মে মাকতুমের কথা ..আল্লাহর প্রতি তার ভালোবাসার কথা ..এই ভাইটি যেন তার প্রতিচ্ছবি ...ভাবলাম চোখের মত এত বড় নেয়ামত পেলাম, কিন্তু কতটুকু আল্লাহর শুকর গুজার করি,কত টুকু তা হালাল উপায়ে ব্যবহার করি ,আল্লাহর উদ্দেশ্যে কাজে লাগাই ? আর কত নেয়ামত আমরা উপভোগ করছি কিন্তু কতটুকু তা আল্লাহর উদ্দেশ্যে ব্যয় করছি?[b]আল্লাহর উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য ব্যয় করছি?ভাবলাম, জান্নাত পাব কি ??[/b]

বিষয়: বিবিধ

১৪৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File