ভয় এবং সংশয়

লিখেছেন লিখেছেন কানামাছি ২২ অক্টোবর, ২০১৪, ০৭:৩৫:১৫ সন্ধ্যা

বাংলাদেশ জামায়াতে ইসলামি বাংলাদেশের একটি ধর্মভিত্তিক রাজনীতিক দল।জনসমর্থনের দিক থেকে বিচার করলে প্রায় ৬-৭% বা ১০ মিলিয়ন,যা পৃথিবীর প্রায় ১৫৭ টি দেশের জনসংখ্যার চেয়ে বেশি।এই দলটি নিয়ে দলের ভেতর বাহিরে অভিযোগের শেষ নেই,আমি নিজেও এই দলটির একজন কড়া সমালোচক।জামায়াতে ইসলামীর কার্যক্রম সম্বন্ধে সঠিক ধারণা না থাকার কারণে বাংলাদেশের বেশির ভাগ মানুষ জামায়াতে ইসলামি নিয়ে সবসময় সংশয়ে এবং ভয়ের মধ্যে থাকে।একুশ শতকের সবচেয়ে বড় প্রচার মাধ্যম প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া।জামায়াতে ইসলামি গতকাল সারাদেশে তেল,গ্যাস এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ করে।এটি একটি গণদাবী।“প্রথম আলো”বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা।বেশির ভাগ তরুণ এই পত্রিকা পড়ে।কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য এই পত্রিকার কোথাও আজ এই খবরটি(http://www.dailynayadiganta.com/details.php?nayadiganta=ODAwMDc=&sec=1, http://enayadiganta.com/news.php?nid=122964 ) স্থান পায়নি। তাহলে কি প্রথম আলো গণদাবীর বিপক্ষে ?? জামায়াতে ইসলামীর মত ধর্মভিত্তিক দলসমূহের সঠিক কার্যক্রম সঠিকভাবে তুলে ধরলে আমরা সাধারণ মানুষ সবচেয়ে বেশি উপকৃত হব।সমাজের মাঝে চিন্তার কিছু পার্থক্য থাকলেও জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই।

বিষয়: বিবিধ

১২৮০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

277154
২২ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫০
অনেক পথ বাকি লিখেছেন : ১০ মিলিয়ন,যা পৃথিবীর প্রায় ১৫৭ টি দেশের জনসংখ্যার চেয়ে বেশি Surprised Surprised

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File