জরুরি -আমার নামাজ কাজা হয়েছে কি?

লিখেছেন লিখেছেন কানামাছি ২০ মার্চ, ২০১৪, ০৬:৪৭:২১ সকাল

আমি জানতাম না সূর্য ৬ টা বেজে ৪ মিনিটে উঠে।সকাল ৬ টা ৬ মিনিটে এ উঠে তাড়াতাড়ি নামাজ পড়ে ফেলেছি।আমার নামাজ কাজা হয়েছে কিনা কেউ কি বলবেন?

বিষয়: বিবিধ

১৩৩৪ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

195080
২০ মার্চ ২০১৪ সকাল ০৯:০২
দ্য স্লেভ লিখেছেন : আল্লাহ তায়ালা বলেন-যদি নামাজ আদায় করতে ভুলে যাও,তবে যখন মনে পড়বে তখন আদায় কর। আর সকালে ওঠার পর যদি দেখের সূর্য উঠছে,তবে আরেকটু অপেক্ষা করুন,তারপর নামাজ আদায় করুন। কারন সূর্য যখন ওঠছে এবং যখন ডুবছে সেসময় নামাজ পড়া হারাম। সূর্য উঠছে অর্থ হল,সেটি এখনও আলো ছড়ায়নি,ডুবছে অর্থ হল,সেটির আলো নিভে আসছে এবং সেটি দেখতে ডিমের কুসুমের মত।

রসূল(সাHappyবলেন এই দুই সময় সূর্য পুজারীরা পূজার্চনা করে। রসূল(সাHappy বলেন-ওয়াক্ত শুরু হওয়ার প্রথম পর্বে বা আওয়াল ওয়াক্তে সালাত আদায় করলে আল্লাহ বেশী খুশী হন।

আপনি যখন ভুলে যান তখন আল্লাহ আপনার উপর দোষারোপ করেন না। আপনার চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। আল্লাহকে ভয় করুন এবং একমাত্র তাকেই ভয় করুন,সেভাবে আচরণ করুন। জাজাকাল্লাহ
195081
২০ মার্চ ২০১৪ সকাল ০৯:০৪
দ্য স্লেভ লিখেছেন : আপনি যেহেতু নামাজ আদায় করেছেন,আপনার নামাজ কাজা হয়নি। নামাজ কাজা হওয়া মানে হল,আপনি উক্ত ওয়াক্তের নামাজ পড়েননি...
195084
২০ মার্চ ২০১৪ সকাল ০৯:২০
হতভাগা লিখেছেন : ''নিশ্চয়ই সালাত নির্দিষ্ট সময়ের মধ্যে আদায় করা ফরজ''

এটা কুরআনে বলা আছে ।

তবে যেহেতু ঘুমের মধ্যে মানুষ অচেতন থাকে তাই আল্লাহই এ ব্যাপারে ক্ষমা করতে পারেন তার বান্দাকে ।

কারণ , আল্লাহ তার বান্দার মনে অবস্থা সেই বান্দার চেয়েও ভাল জানেন ।
২০ মার্চ ২০১৪ সকাল ১০:১৮
145476
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : তবে যেহেতু ঘুমের মধ্যে মানুষ অচেতন থাকে তাই আল্লাহই এ ব্যাপারে ক্ষমা করতে পারেন তার বান্দাকে ।

এই ব্যপারে আমার দ্বিমত রয়েছে
নামাজের ব্যপারে আল্লাহ তায়ালা কঠোর ভাবে কোরানে বর্ণনা করেছেন-
যদি কোন বান্দা ঘটনাক্রমে হঠাত একদিন ঘুমের কারনে ফজরের নামাজ পায়নি তাহলে সেটার ব্যপার আলাদা
যদি কোন বান্দা যদি সেটা অভ্যাসে পরিনিত হয় তাহলে তার শাস্তি মহান প্রভু নির্দিষ্ট করে রেখেছেন
নিশ্চয় মহান প্রভু সকল বান্দার ব্যপারে ওয়াকিপহাল রয়েছেন কোন বান্দা অবহেলা বশত নামাজ ত্যাগ করেছে কোন বান্দা ভুল বশত নামাজ ত্যাগ করেছে

কেউ যদি জানতে পারে - সে যে নামাজটি আদায় করেছে তা পশ্চিম দিকে মুখ করে আদায় করেনি বরং ভুলক্রমে পশ্চিম ভেবে অন্যদিক মুখ করে আদায় করেছে তাহলে সে নামাজ দ্বিতীয়বার পড়ে নিতে হবে তদরুপ কেউ যদি জানতে পারে যে আমি যে নামাজটি পড়েছি তা হারাম সময়ের মধ্যেই পড়েছি তাহলে পরবর্তীতে তা দ্বিতীয়বার পড়তে হবে, কারন তার উপর নামাজ পড়া যেভাবে ফরজ ছিল ঠিক সেভাবে ফরজ ছিল সঠিক সময়টা জানা, আন্দাজে নামাজ পড়লে নামাজ হবেনা
195132
২০ মার্চ ২০১৪ দুপুর ১২:১৯
বেআক্কেল লিখেছেন : আমনের নামাজ হইছে, তয় বড় শয়তানের খপ্পড়ে পইড়া গ্যাছেন। যেই হেতু বড় শয়তান আমনের মাথায় সন্দেহ ঢুকাইছে, আমনে তার বুদ্ধিতে কাৎ হইয়া গ্যাছেন, সেই কথা আমাদের সকলকে জানাইছেন, সেই হেতু নামাজ টা আরেক বার পইড়া দিয়েন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File