"পুরান ঢাকার উর্দু ভাষা এবং স্বাধীনতার চেতনা"
লিখেছেন লিখেছেন কানামাছি ১৭ ডিসেম্বর, ২০১৩, ১১:১৬:১১ রাত
এশার নামাজ পড়ছিলাম,ফরজ পড়া শেষ হবার পর ইমাম সাহেব বলে উঠলেন আলহামদুলিল্লাহ,আমাদের মাঝে উপস্থিত আছেন হাজী সেলিম,তিনি এখন আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবেন। বিসমিল্লাহ বলে বক্তব্য শুরু করলেন।খুব বেশি রাজনৈতিক বক্তব্য না দিলেও সংক্ষেপে তার নির্বাচনী বক্তব্য রাখলেন।বক্তব্যের শেষে একজন বলে উঠলেন আপনার “মার্কা” কি তা ত বললেন না,হাজী সেলিম মাইকটা নিয়ে আবার বলে উঠলেন,আমার মার্কা হইতাছে গিয়া “হাতি” মার্কা।হাতি পৃথিবীর সবচেয়ে ওজনদার প্রাণী,আমি যে দায়িত্ব কাঁধে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি তার ওজন বহুত,তাই জাইনা বুইঝাই এই মার্কা নিছি।মার্কার সাথে দায়িত্তানুভিতির মেলবন্ধনটা বেশ ভালোই লাগলো।(বলে রাখা ভাল হাজী সেলিম এবার আওয়ামীলীগ থেকে নমিনেশন পাননি)
সুন্নাত আর বিতর পড়ে যখন বের হচ্ছি তখন দেখি মসজিদের গেটের সামনে প্রচুর ভিড়,সবাই তন্ময় হয়ে যেন কিছু একটা শুনছে,কাছে গিয়ে দেখি “হাজী সেলিম”কথা বলছেন,কিন্তু ওমা একি!!উনি ত একটু আগেই বাংলায় বক্তব্য রাখলেন,এখন দেখি।কি ভাবছেন?ইংরেজিতে আবার বক্তব্য দিয়েছে এমন কিছু?না… উনি আসলে যে ভাষায় বক্তব্য রাখলেন সেই ভাষার নাম মুখে আনাও বর্তমান সময়ে পাপ।যে ভাষার নাম মুখে আনলে ইতিহাসের মামলায় আমাকেও ফেঁসে যেতে হতে পারে।হ্যাঁ আপনার ঠিকই বুঝেছেন “উর্দু” ভাষা।
নামাজ পড়ে ঘরে ফিরছি আর ভাবছি খুব বেশি দূরে নয় এক মাইল দুরেই আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন ভাষা সৈনিক রফিক।জানিনা স্বাধীনতার পক্ষের কারও মুখ থেকে এভাবে অনর্গল উর্দু শুনতে দেখে তার আত্মা না জানি কত কষ্টই পাচ্ছে।
যে ভাষার জন্য এদেশের মানুষ জীবন দিল,যে বাংলা ভাষার আন্দোলনের হাত ধরেই পরবর্তীতে ১৯৭১ সালে ৩০ লাখ শহীদ এবং ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা পেলাম,সেই ভাষার প্রতি যখন প্রতিনিয়ত এমন অবহেলা দেখি তখন আড়ালে গিয়ে চোখের পানি ফেলা ছাড়া আর কিছু করার দেখিনা। প্রায় ছয়টি বছর ভাষা আন্দোলনের সাক্ষী শহীদ মিনারের সামনের বিল্ডিঙে বসে ক্লাস করেছি তাই আমার আবেগের জায়গাটা অন্যরকম,তাই ।এক হাজী সেলিমের দোষ দিয়েই আর কি করবো উনি ত পুরান ঢাকার মানুষ,আর পুরান ঢাকার বেশির ভাগ মানুষ একটু আধটু উর্দু বলে।কিন্তু যখন দেখি নতুন ঢাকার রেডিও আর টেলিভিশনে প্রতিনিয়ত হিন্দি সংস্কৃতির আগ্রাসন ।মনে প্রশ্ন উকি দেয়,আমরা কি তাহলে উর্দুর চোয়াল থেকে বেরিয়ে এসে হিন্দির চোয়ালের মাঝে আশ্রয় গ্রহন করলাম? এ যেন ফুটন্ত কড়াই থেকে জলন্ত আগুনের মাঝে ঝাপ দেয়া।রফিক,জব্বার,শফিক তোমরা আমাদের ক্ষমা করো...............
বিষয়: বিবিধ
২৮৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন