কত জন মানুষ মারা গেল এই চিন্তা না করে বরং "স্টার জলসা" দেখেন।মন ভালো থাকব....

লিখেছেন লিখেছেন কানামাছি ০৬ মে, ২০১৩, ০৯:১৫:৪৬ রাত

মানুষের জীবনের মূল্য যাদের কাছে খুব তুচ্ছ।তাদের কাছে ১ জন ২ জন ১০০ বা ৫০০ এই হিসেব দিয়ে কি হবে।বাংলাদেশের জনসংখ্যা তো প্রায় ১৬ কোটি। কতজন মানুষই বা আর মারা গেছে।১৬ কোটি মানুষের ভেতর ৫০০,১০০০ বা ৫০০০ কি খুব বেশি।যদি মনে করি ৫০০০ জন মারা গেছে তাহলে একে শতকরায় প্রকাশ করলে দাড়ায়,মাত্র .০০০৩১২৫%,তাছাড়া যারা মারা গেছে তেনারা তো আর রাজিবের মত দুনিয়া কাঁপানো কোন ব্লগার নয়।তাই কত জন মানুষ মারা গেল এই চিন্তা না করে বরং "স্টার জলসা" দেখেন।মন ভালো থাকবে।কত আর কাদবেন, সাভারের জন্য একবার কা্দবেন,পিলখানার জন্য একবার কাদবেন,আবার হুজুর দের জন্যও যদি কাদতে হয়।তাহলে নিজের জন্য কবে কাদবেন।

বিষয়: বিবিধ

১৮২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File