" একের অধিক টয়লেট বিভক্তি তৈরি করেনা বিভেদ তৈরি করে একের অধিক রান্নাঘর"

লিখেছেন লিখেছেন কানামাছি ০১ মে, ২০১৩, ১০:৫৩:০৭ সকাল



সাধারনত কোন বাসায় একের অধিক রান্না ঘর থাকেনা,কারন একের অধিক রান্না ঘর থাকার অর্থই হল পরিবারের সকল সদস্যগণ এক সাথে খাবার খান না কিম্বা সেখানে কোন কেন্দ্রিও নেতৃত্ব নেই।এখন আমি যদি বলি আমার পরিবারের সদস্য সংখ্যা ১৫ জন,এখন ১৫ জন যদি চিন্তা করে তারা আলাদা আলাদা খাবে তাহলে কেমন হবে বলেন তো।কিম্বা সকলে যদি চায় তারা নিজেরাই রান্না করে খাবে তাহলেই বা কেমন হবে। কারন সকলকে তো খেতে হবে তাই নয় কি ।ধরলাম এদের মাঝে ৫ জন বাইরে হোটেলে গিয়ে খেয়ে আসলো।আচ্ছা বাকি ১০ জন যদি এক সাথে সকলে খাবার খায় তাহলে তাদের মাঝে কি বিভেদ বাড়বে না কমবে ।আর আমি যদি বলি না ১0 জন এক সাথে খাবার খাওয়া যাবেনা।এতে সকলের ক্ষতি হবে।আচ্ছা আমার কথা কয়জন মানবে কিম্বা আমাকে কি সবাই ম ,খা বলবে কি না। আর একটি বিষয় এই ১0 জন সকলকে বললাম কেউ অন্যজনের কোন থালা বাসন ব্যাবহার করবেন না।এভাবে চলেতে থাকলে সেই পরিবার এর অবস্থা কেমন হবে কিছুদিন পর বলেন তো।

"ধর্ম যার যার রাষ্ট্র সবার"

এই বেকুব মতবাদ ঠিক সেই রকম ।ঠিক আছে আমি ধর্ম মানব তুমি বাবা তোমার ধর্ম মান ।একটা বিষয় কিন্তু পরিস্কার যে সকলের ধর্মের প্রয়জন।ঠিক আছে তুমিই তো বলে দিলে যে আলাদা আলাদা ১৫ জন খেলে খরচ বাড়বে তাছাড়া ঝামেলা হবার সম্ভাবনা বেশি ,তাহলে আমাকে বল তো আলাদা আলাদে ভাবে যদি একটি দেশের কোটি কোটি মানুষ ধর্ম মানতে চায়া।তাহলে ভালো হয় না খারাপ হয়।আর এই ১৫ কোটি মানুষের পক্ষে এক রাষ্ট্রে এক সাথে মিলেমিশে থাকতে পারা সম্ভব।একবার বল ২ +২ =৪ আবার বল ২ + ২=৫ এইটা তো ঠিক না মামা। তাই মনে রাইখ,একটা বাসায় একের অধিক পায়খানা রাখলে সমস্যা নাই কারন পায়খানা কোন বিভক্তির তৈরি করেনা।কারন পায়খানাতে যা রেখে আসি আমরা তা নোংরা জিনিস আর কোন নোংরা কাজ একসাথে করার মাঝে কোন মহত্ত নাই।তাইত এই আতেলে তত্ত্ব বড় জোর ঐ ধর্ম্যু্হীন কমুনিস্ট

রা কইতে পারে কারন ওদের কাছে তো ধর্মেরই প্রয়োজন নাই।মানে হইলো ওরা বাড়িতেও রান্না করেনা আবার হোটেলে গিয়াও খায় না।আলো বাতাস খেয়ে বাঁচে।

বিষয়: বিবিধ

১৪৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File