ইসলামাবাদের ডায়েরী-২
লিখেছেন লিখেছেন আহমাদ ফিসাবিলিল্লাহ ২৩ নভেম্বর, ২০১৩, ১২:০৭:৪১ রাত
আজ ২২ নভেম্বর’১৩ শুক্রবার ইসলামাবাদের জি-১০/৪ এলাকায় 'মাসজিদুত তাওহীদে' গেলাম পাকিস্তানের প্রসিদ্ধ আহলেহাদীছ আলেম ড. সুহায়েল হাসানের দারসে অংশগ্রহণ করার জন্য। উনি ইতিপূর্বে আমাদের ডিপার্টমেন্টের টিচার ছিলেন। তবে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ‘দাওয়াহ একাডেমী’-এর দায়িত্ব পালন করছেন। সঙ্গী ছিল আমার জুনিয়র উছুলুদ্দীন ফ্যাকাল্টির মাস্টার্সের ছাত্র শিয়ালকোটের আহলেহাদীছ ভাই উসামা। ঠাণ্ডার মধ্যে তার মটরসাইকেলের পিছনে চড়ে কাঁপতে কাঁপতে মসজিদে পৌঁছলাম মাগরিবের ছালাতের সময়। ছালাতে%
বিষয়: বিবিধ
১১৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন