মেয়র নির্বাচনের ফলাফলে আখেরে লাভবান কারা হইছে আওয়ামীলীগ না বিএনপি?
লিখেছেন লিখেছেন আততায়ী ১৭ জুন, ২০১৩, ০১:২২:০৮ রাত
১।কানাডিয়ান হাই কমিশন সহ অনেক বিদেশি সংস্থা নির্বাচনের প্রশংসা করেছে।
২। বিএনপির মেয়র নির্বাচনে অনশগ্রহন করার অন্যতম কারন আন্তর্জাতিক চাপ।
৩। আওয়ামী লীগ বীরদর্পে দাবী করিতেছে যে তাদের অধিনে এইরকম নিরপেক্ষ নির্বাচন সম্ভব।
৪। বিএনপি নির্বাচনে বিজিয়ে আনন্দে আত্মহারা।
৫। বিএনপির বক্তব্যঃ তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে তাদের আনদলন থেমে থাকবে না, চলবে। (আন্দোলন মানে কি নেতাকর্মীরা মিলে চা-বিস্কুট খেতে খেতে আড্ডা দেয়া আর বাসায় বসে সিরিয়াল দেখা!)
এই নির্বাচন আদতে এই সরকারের একটা সুনিপুন চাল ছিল, যাতে তারা সফলও হয়েছে।
১। বেশ কিছুদিন বিএনপির ছাগলগুলা নির্বাচনে বিজিয়ের আনন্দে আত্মহারা থাকবে, আন্দোলনের নামও নিবে না (যদিও এখন তারা আন্দোলনে নাই) এইসুজগে সরকার তাদের কিছু দেকবিরুধি এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে।
২। জাতীয় নির্বাচনে বিএনপি কি পারবে আন্তর্জাতিক চাপ এড়িয়ে নির্বাচন বয়কট করতে? উলটা দেখা যেতে পারে মেয়র নির্বাচনের ফলাফলে ওভারকনফিডেন্ট হয়ে নিবাচনে অনশগ্রহন করলেও অবাক হব না। এজন্য তো মউদুদের মত ডাবল এজেন্ট তো আছেই, এই বিষয়ে বিএনপি কে কনভিন্স করার জন্য।
৩। বিএনপির আন্দোলনের হ্যাডম তো বোঝা হইয়া গেছে, বিএনপি যে আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকারের দাবী আদায় করতে পারবে না এবং আওয়ামীলীগও যে তত্ত্বাবধায়ক সরকার দিবে না এটা প্রায় নিশ্চিত।
৪। আর মেয়রের ক্ষমতা ও ভুমিকা কতটুকু তা আমরা খোকার বেলায় দেখেছি। এরা যে কতটুকু করতে পারবে তা সবার বোঝা উচিত।
৫। এটা ছিল এই সরকারের একটা গ্রাউন্ড টেস্ট। এ থেকে তারা দেখেছে যে, জাতীয় নির্বাচনে আসলে কতটুকু ডাকাতি করতে হবে।
পরিশেষে বলতে চাই, হায়রে হুজুগে বাগালি! সময় থাকতে সচেতন ও মানুষ হন। পুটু মারা খাইয়া পশ্চাতদেশ ফাটাইয়া রক্ত বের করে দেয়ার পর ২ টাকার মলম ফ্রি পাইয়া আনন্দে আত্মহারা হইও না, সামনে আরও বড় কিছুর জন্য তৈরি হও। এই মলম এইজন্যই লাগানো হয়েছে যাতে আরও নতুন উদ্যমে মারতে পারে। এই নির্বাচন আদতে আওয়ামীলীগের বৃহৎ স্বার্থে ক্ষুদ্র স্বার্থের বিসর্জন এবং অন্যান্য সকল আওয়ামী চালের মত সরকার এতেও এখন পর্যন্ত সফল।
বিষয়: রাজনীতি
১৭১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন