GP এর নতুন বিজ্ঞাপনঃ - ভাই , বাঁশ কতো করে?

লিখেছেন লিখেছেন আততায়ী ২৩ এপ্রিল, ২০১৩, ০৮:১৫:৩৯ রাত

GP এর নতুন বিজ্ঞাপনঃ

- ভাই , বাঁশ কতো করে?

- ২০০ টাকা।

- ১৫০ টাকা রাখা যায় না?

- আচ্ছা, ঠিক আছে।

- ভাই, বাঁশের উপরের অংশ

তো লাগে না, ওইটা বাদ দিলে আরো ২০ টাকা কম পাবো না?

- আচ্ছা, আরো ২০ টাকা কম দিয়েন।

- ভাই, বাঁশে তো অনেক আগাছা লেগে আছে, ওগুলো ছেঁটে ফেলে দিলে টাকা কম পাবো না?

- আচ্ছা যান ৫ টাকা কম দিয়েন।

- ভাই আপনার কি ধারনা এই বাঁশ দিয়া আমি বাঁশেরকেল্লা বানাবো? মাসুম বাচ্চা, বায়না ধরেছে বাঁশের মাচা বানিয়ে খেলা করবে।

(বাঁশওয়ালা কাঁদো কাঁদো সুরে)

- ভাই, যান আরো পাঁচ টাকা কম দিয়েন।

- ভাই, বাঁশগুলো যদি আমি নিজে কেটে নিয়ে যাই আরো দশটা টাকা কম পাওয়া যাবেনা?

বাঁশওয়ালা মুখ শক্ত করে বাঁশ

ছুঁড়ে ফেলে দিয়ে বললেনঃ

- ভাই, বাঁশ কেনা লাগবো না। আপনার GP সিম চালু করে কথা বলতে বলতে বাসায় যান, দেখেন GP কিভাবে আপনারে বাঁশ দেয়। :P

সংগৃহীতঃ ফেসবুক

welcom to my blog

বিষয়: বিবিধ

১৬২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File