কিছু এলোমেলো ভাবনা…………
লিখেছেন লিখেছেন ঝরাপাতা ২১ মার্চ, ২০১৩, ০৩:২৩:০৭ দুপুর
দেশের একজন সচেতন নাগরিক হিসেবে সবসময় ভাবি কবে আমাদের দেশ সত্যিকারের স্বাধীন হবে? কবে পরাধীনতার খোলস থেকে উতরে উঠবে আমার প্রিয় জন্মভূমি। কবে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাবো? স্বপ্নই দেখে যাই শুধু। বাস্তবতার ঘোরে এসে বার বারই আশাহত হই। বুদ্ধিজীবী, পেশাজীবী, জ্ঞানী, গুনী, সমাজ সেবক, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, ছাত্র, জনতাসহ সকল পেশার মানুষই আজ ক্ষমতার দ্বন্ধে বিভেদের খেলায় মত্ত। অশ্লীল রাজনৈতির বলী হয়ে নোংরামির ষোলকলা পুরণ করে যাচ্ছে অবিরত। নির্যাতিতের শেষ আশ্রয়স্থল বিচার বিভাগ যখন সরকারের অদৃশ্য হাতের ইশারায় চলে তখনই অপমৃত্যু ঘটে এক অমিত দেশ সম্ভাবনার। কোথায় যাবো? কোন পথই বা আমাদের জন্য চলার উপযোগি? রাস্তায় অবিরত যানজট। শিক্ষাঙ্গনে সন্ত্রাস আর পাঠ্য বইয়ে অবিরত ইতিহাসের জলাঞ্জলি। ভুল ভাবে ভুল শেখা আর কতো কাল। জাগতিক সকল বিষয় তো বাদই দিলাম পরম পুঁজারি ধর্মও আজ নিরাপদ নয়। নিজ ধর্ম কে নিজেরায় বিতর্কে ঠেলে দিচ্ছি কোন এক অজানা কারনে। অন্য ধর্মের কেউ কোন কুতসা না রটালেও মুসলিম ধর্মেরই কিছু জ্ঞানপাপী ইসলাম ধর্ম কে নিয়ে বাড়াবাড়ি করছে অনধিকাল ধরে। আসলে আমরা কেহই বিবেকের কাছে দায়বদ্ধ নয়। বিবেক দ্বারা পরিচালিত হইনা কোন কালেও। কোন কাজেই বিবেকের সদব্যবহার করিনা আমরা। সাদাকে সাদা আর কালোকে কালো বলার মতো সত সাহস আমাদের নেই। হুজুগের জোয়ারে গা ভাসিয়ে সাময়িক ভাবে পুলকিত বোধ করি বা ক্ষণিকের সান্তনা পাই। কি এমন লাভ এতে? মৌলিকত্বের দাবি নিয়ে কেন পথ চলা হয়না আমাদের। কেন আমরা পারিনা বিভেদের রাজনীতি ভুলে যেতে। সংকীর্নতার উদ্ধে উঠতে। সত্য কে স্বীকার করতে আমাদের এতো ভয় কেন?
কি জানি আজ আবার এতো ভাবনা কিসের? দেশতো ভালোই চলছে মনে হয়। জীবন বয়ে যাচ্ছে । সময়ও শেষের পানে। মাঝে মধ্যে না হয় কতো কেতো গুলো নরকীট পৃথিবীর বুক থেকে নাই হয়ে যায় নোংরামির খেলায়। এতে কেউ তো কোন সমস্যা বোধ করছেনা। সবাই গড্ডালিকায় গা ভাসাচ্ছে । আমিও কি এর বাহিরে থাকবো নাকি-এ নিয়ে চিন্তা বোধ করছি অযথা যন্ত্রনায়। পারবো কি এমন স্বার্থপর হতে। দেশের এ ক্লান্তি কালে চুপ করে কি থাকা যায়? কি জানি এভাবে চলুক না আরো কতো গুলো দিন। আস্তে আস্তে না বদলে যাবে সব নিজ থেকেই। সময় তো আর কারো জন্য থেমে থাকেনা । অন্ধ হলেই কি আর প্রলয় বন্ধ থাকবে কার এতো আর গরজ আমাকে জাগিয়ে দেবে আমি যদি নিজ থেকে না জাগি। সত্যের পথে না থাকি? তবে কার বাপের কি?
ঝরাপাতা
২০-০৩-১৩
বিষয়: বিবিধ
১২৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন