শোষক (কবিতা)

লিখেছেন লিখেছেন ঝরাপাতা ১৬ মার্চ, ২০১৩, ০৫:৩৮:৪৮ বিকাল

মানুষের রক্ত শুষে খায় আরেক শকুনরুপী মানুষ

সভ্যতার উঁচু তলায় বসে ছেঁকে খায় নির্জীব জীবন

বড়ো বাবু সেজে কর্তা হয় আধুনিক সমাজের

সবাই স্যার ডাকে, সালাম প্রণামও জোটে অসীম

গাড়ি-বাড়ি সারি সারি সম্মানও খুউব।

মখে সমাজ বদলের শ্লোগান

সভা সেমিনারে দরদী কন্ঠের বক্তৃতামালা

ল্যাপটপে সাজে সহস্র পরিকল্পনার রঙিন হরফ।

দারিদ্র্য মোছনের নামে ভিক্ষুক সেজে আনা কাগুজে নোট

অবশেষে নিজেদের পকেট পুরোয়

জমা হয় বালিশে তোষকে, চালের ড্রামে।

উচ্চ হার সুদে গরীব শোষণ করে

সেবক সাজে, সম্মান কামায় পুঁজিবাদী বিশ্বে।

ভাগ্য যাদের বদলের কথা তারা হয় নিঃস্ব

থাল পালা টিন বেচে শোধে কিস্তি

এভাবেই চলে জীবন ওদের সভ্যতার আড়ালে।

ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠে ওসব

নামে বেনামে শোষণের প্রতিযোগিতায় নামে

অবশেষে নিজেদের অাখের গোঁছায়।

ছোট্ট এ দেশে কতো শতো সংগঠণ সংস্থা

তবুও কেন মঙ্গা হয়? ভিটে মাটি হারায় কৃষক-

অলস দুপুর কাটে কেন না কেয়ে

দেনার দায়ে কেন গলায় জড়ে ফাঁসির দড়ি।

---ঝরাপাতা

বিষয়: সাহিত্য

১০৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File