স্বাধীনতা
লিখেছেন লিখেছেন ঝরাপাতা ২৮ নভেম্বর, ২০১৫, ০৯:০০:০২ রাত
স্বপ্ন আর বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে
প্রশ্ন করি-
---
ওগো, স্বাধীনতা তুমি কি-
উদার আকাশের এক টুকরো নীলিমার নীল
নাকি বন্ধীত্বের অদৃশ্য শেকলে বাঁধা আবাদি ভুমি
নাকি গ্রামীন মেঠো পথে যৌবনা কিশোরীর পথচলা
নাকি কল্প লোকের সিঁডি বেয়ে ওঠা কোন আটপৌরে সন্ধ্যা।
------
স্বাধীনতা তুমি কি তবে--?
বিভাজনের থেলায় কাটিয়ে দেয়া চল্লিশটি বছর
নাকি প্রেরনায় আঁকা লাখো যুবকের নতুন সুর্যোদয়
নাকি সাম্যের শ্লোগানে প্রকম্পিত উচ্ছ্বল রাজপথ
নাকি হিসেবী খাতায় চাওয়া-পাওয়ার অংকিত ধারাপাত।
-----
তাও যদি না হও, তবে কি তুমি-
নুতনের পাটাতনে আরোহিত কোন অভিজ্ঞ কাপ্তান
নাকি শৃঙ্খলহীন মুক্ত পাখির মেলে ধরা দুটি ডানা
নাকি অনাগত জীবনে ক্ষনজন্মা কোন রেঁনেসার নায়ক।
----
বলো না তুমি আসলেই কি?
ব্যাকুল চিত্তে আছি গতো চারটি দশক ধরে
কেবলই তোমায় জানবো বলে......
বিষয়: বিবিধ
১১৭২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন